ভারতীর গ্রেফতারির পর মাদক পাচারকারীদের পাকড়াও করতে গিয়ে আক্রান্ত এনসিবি ডিরেক্টর

২ জন গুরুতর জখম বলে খবর 

Edited By: জয়িতা বসু | Updated By: Nov 23, 2020, 01:22 PM IST
ভারতীর গ্রেফতারির পর মাদক পাচারকারীদের পাকড়াও করতে গিয়ে আক্রান্ত এনসিবি ডিরেক্টর
গ্রেফতারির পর হর্ষ, ভারতী

নিজস্ব প্রতিবেদন: মুম্বইয়ের গোরেগাঁও এলাকায় তল্লাসি চালাতে গিয়ে আক্রান্ত হলেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিক সমীর ওয়াংখেড়ে এবং তাঁর টিম। সোমবার সকালে আচমকাই এনসিবির জোনাল অফিসার সমীর ওয়াংখেড়ে এবং তাঁর ৫ জনের দলের উপর হামলা চালানো হয় বলে খবর।

আরও পড়ুন : ভারতী, হর্ষের গ্রেফতারি, এবার বিস্ফোরণ ঘটালেন জনি লিভার

জানা যাচ্ছে, মুম্বইয়ের গোরেগাঁও এলাকায় বেশ কয়েকজনমাদক পাচারকারী লুকিয়ে রয়েছেন বলে খবর পায় এনসিবি। এরপরই টিম নিয়ে সেখানে রওনা দেন এনসিবির জোনাল অফিসার সমীর ওাংখেড়ে। তল্লাসির মাঝে আচমকাই তদন্তকারী অফিসারের উপর হামলা চালায় একটি দল। যার জেরে এনসিবির ২ অফিসার গুরুতর জখম হন বলে খবর। হামলার সময় ওই এলাকায় প্রায় ৬০ জন হাজির ছিলেন বলেও পাওয়া যায় খবর। এরপর মুম্বই পুলিসের সহযোগিতায় পরিস্থিতি আয়ত্তে আসে।

সম্প্রতি ভারতী সিং এবং হর্ষ লিম্বাচিয়াকে গ্রেফতার করে এনসিবি। হর্ষ এবং ভারতীর বাড়ি থেকে গাঁজা উদ্ধারের পরই তাঁদের গ্রেফতার করা হয়। বর্তমানে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন হর্ষ এবং ভারতী।

.