Basirhat Shocker: মেয়ের বিয়ে দিতে চাননি, বাবা ট্রেন থেকে নামতেই ধারাল অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ল পাড়ার যুবক
Basirhat Shocker: মৃতের স্ত্রী মাসুদা বিবি বলেন, শুকুরের ছেলে নাজিমুদ্দিন মেরেছে। আমার মেয়েকে বিয়ে করবে বলেছিল। আমরা বিয়ে দিইনি। আমার স্বামীকে কুপিয়ে মেরে ফেলেছে
বিমল বসু: মেয়ে নারাজ। পাড়ার ছেলের সঙ্গে বিয়ে দিতে অস্বীকার করেন বাবা। তাতেই ভয়ংকর ঘটনা ঘটে গেল বসিরহাটের মাটিয়া থানার কোড়াপাড়া এলাকায়। মেয়ের বাবাকে ধারাল অস্ত্র দিয়ে একের পর এক কোপ দিল পাড়ার চেনাজানা ছেলে। ঘটনাস্থলেই মৃত্যু হল বৃদ্ধের। ঘটনা জানাজানি হতেই অভিযুক্ত নাজিমুদ্দিনের বাড়ি ভাঙচুর করল স্থানীয় মানুষজন।
আরও পড়ুন-শীতের প্রথম স্পেলেই হাড়কাঁপানো ঠান্ডার ইঙ্গিত, ভাবাচ্ছে এক ঘূর্ণাবর্তও!
গতকাল রাতে সবজির পাইকারি ব্যবসাদার জব্বার মোল্লা ব্যবসার কাজ সেরে ট্রেনে করে মালতিপুর স্টেশনে নেমে কোড়াপাড়ায় তার বাড়ি ফিরছিলেন। সেই সময় ট্রেন লাইনের ধারে তাকে ধরে কোপাতে থাকে নাজিমুদ্দিন মোল্লা নামে ওই যুবক। চিৎকার চেঁচামেচিতে এলাকার মানুষ ছুটে এলে নাজিমুদ্দিন সেখান থেকে পালিয়ে যায়। জব্বার মোল্লাকে স্থানীয়রা সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
মৃত্যুর খবর গ্রামে পৌঁছাতেই গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জব্বার মোল্লার পরিবারের অভিযোগ স্থানীয় যুবক নাজিমুদ্দিন মোল্লা জব্বার মোল্লার এক মেয়েকে বিয়ে করতে চায়। কিন্তু মেয়েকে জব্বার মোল্লা বিয়ে দিতে রাজি না হওয়ায় ক্ষোভের বসে তাকে কুপিয়ে খুন করে এবং তার কাছে থাকা টাকা পয়সা নিয়ে চম্পট দেয় নাজিমুদ্দিন মোল্লা।
মৃতের স্ত্রী মাসুদা বিবি বলেন, শুকুরের ছেলে নাজিমুদ্দিন মেরেছে। আমার মেয়েকে বিয়ে করবে বলেছিল। আমরা বিয়ে দিইনি। আমার স্বামীকে কুপিয়ে মেরে ফেলেছে।
প্রতিবেশী আবনাস মোল্লা বলেন, সবজি বেচে জব্বারভাই বাড়ি ফিরছিল। নাজিমুদ্দিন ওর মেয়েকে বিয়ে করবে বলেছিল। মেয়ে রাজি নয়। তার পরেই নাজিমুদ্দিন ওদের বাড়িতে খুনের হুমিক দিয়েছিল। গতকাল রাতে জব্বারভাই ট্রেন থেকে নামে। নাজিমুদ্দিন সেইসময় চায়ের দোকানে বসেছিল। আমরা বাড়ি চলে এসেছি। ঘরে এসে শুনি জব্বারভাইকে কুপিয়েছে নাজিমউদ্দিন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)