মুক্তি পেল 'তিনাঙ্ক', হিট হবে কী
কলকাতা চলচ্চিত্র উত্সবের শেষ দিনে মুক্তি পেল বিথীন দাস পরিচালিত প্রথম ছবি তিনাঙ্ক। চলচ্চিত্র উত্সবের পার্টিতে ভিড় জমিয়েছিলেন তারকারা। তাই সেইভাবে তারকার উপস্থিতি দেখা গেল না প্যারানর্মাল থ্রিলার তিনাঙ্ক ছবির প্রিমিয়ারে। হাজির ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্তর কাছের বন্ধু রেশমি মিত্র। ছিলেন কংগ্রেস নেতা সৌমেন মিত্র।
ওয়েব ডেস্ক: কলকাতা চলচ্চিত্র উত্সবের শেষ দিনে মুক্তি পেল বিথীন দাস পরিচালিত প্রথম ছবি তিনাঙ্ক। চলচ্চিত্র উত্সবের পার্টিতে ভিড় জমিয়েছিলেন তারকারা। তাই সেইভাবে তারকার উপস্থিতি দেখা গেল না প্যারানর্মাল থ্রিলার তিনাঙ্ক ছবির প্রিমিয়ারে। হাজির ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্তর কাছের বন্ধু রেশমি মিত্র। ছিলেন কংগ্রেস নেতা সৌমেন মিত্র।
আরও পড়ুন- বিনোদনের সব খবর
১৮৯০,১৯৬৫,২০১৬ তিনটি সময়কালের তিন নারী ঋতুপর্ণা,বিদিতা,মুমতাজ। এই তিন নারীর কাহিনিকে নিজের প্রথম ছবিতে একসূত্রে বেঁধেছেন পরিচালক ।
নারীকেন্দ্রিক ছবি হলেও ছবির বিষয়ের জন্য এই ছবির সঙ্গে যুক্ত হয়ে খুশি ইন্দ্রাশিস।
এদিকে, আলিয়া ভাটের মেন্টর শাহরুখ খান এবার ছবি মুক্তির আগেই স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করলেন মন্নতে। রাজকীয় আয়োজন মন্নতে। রাস্তার ধারে ভিড় জমিয়েছেন অগণিত ভক্তেরা। একে একে শাহরুখের বাংলোয় ডিয়ার জিন্দগির স্পেশাল স্ক্রিনিং এ তারকার সমাবেশ।