'Modi থেকে Kalam,স্ব-স্ব ক্ষেত্রে সফল পুরুষরা একাই থাকে', Nikhil-কে 'উপদেশ' নেটিজেনের
নিখিলকে নেটিজেনদের 'উপদেশ'...
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172472-ranita871263.jpg?itok=qJAr6qVx)
!['Modi থেকে Kalam,স্ব-স্ব ক্ষেত্রে সফল পুরুষরা একাই থাকে', Nikhil-কে 'উপদেশ' নেটিজেনের 'Modi থেকে Kalam,স্ব-স্ব ক্ষেত্রে সফল পুরুষরা একাই থাকে', Nikhil-কে 'উপদেশ' নেটিজেনের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/02/18/307063-8e2dee99b55f14d78381f5ea4059f773685559b4-tc-img-preview.jpg)
নিজস্ব প্রতিবেদন : স্ত্রী নুসরতের সঙ্গে সম্পর্কে চিড় ধরেছে! তারপর থেকে একপ্রকার একাই দিন কাটছে নিখিল জৈনের। নিখিলের ইনস্টাগ্রাম পোস্ট অন্তত সেকথাই বলছে। নুসরতের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ না খুললেও বারবার বিভিন্ন পোস্টে নিজের বক্তব্য তুলে ধরতে দেখা যাচ্ছে নিখিলকে। কখনও তিনি লিখেছেন, ' জীবনটাই বুমেরাং, যে যেমনটা করে, তেমনটাই ফিরে পায়'। আবার কখনও লিখেছেন 'তুমি পাল্টে গেছো, আমি একই আছি।'
সম্প্রতি, জিম করার একটি ছবি পোস্ট করেছেন নিখিল জৈন। সেখানেও নজর কেড়েছে তাঁর ক্যাপশান। লিখেছেন ''আগে যেগুলিতে এড়িয়ে চলতাম, এখন তার উপর দিয়েই হাঁটছি।'' আর নিখিলের এই পোস্ট ঘিরেই উঠে এসেছে নেটিজেন বিভিন্ন মন্তব্য। তার মধ্যে কেউ লিখেছেন, 'সঠিক কথা'। কেউ আবার পরামর্শ দিয়েছেন, 'যখন নিজের উপর বিশ্বাস রাখবে, তখন তোমাকে কেউ ভাঙতে পারবে না'। কারোর মন্তব্য, 'তুমি তোমার কথা দিয়ে আমার হৃদয় চুরি করেছ'।
আরও পড়ুন-BJP-তে যশ, সতীর্থকে শুভেচ্ছা তৃণমূল সাংসদ Dev-র
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীকে আক্রমণ, Dilip Ghosh-কে কড়া জবাব Nusrat-র
তবে এসব মন্তব্যের মাঝেই নজর কেড়েছে এক নেটিজেনের 'উপদেশ'। তিনি লিখেছেন, ''পেশি গড়তে গেলে প্রথমে হৃদয় ভাঙতে হয়...আর এটা বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত সত্য। যখন তুমি সম্পর্কে থাকবে, তখন নিজের জন্য সময়ও পাবে না। যেকারণে সফল ব্যক্তিরা অবিবাহিত। এপিজে কালাম থেকে মোদিজি। যদিও এই মুহূর্তে আপনার কাছে মাসল ততটাও জরুরী নয়। সুখী দাম্পত্যের শুভেচ্ছা রইল। ভোলেনাথ আপনাকে আশীর্বাদ করুন।''
যদিও নিখিল অবশ্য একেবারেই চুপ। তিনি কোনও কথার উত্তর দেননি। তবে নুসরতের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মাঝে একাই হিমাচল থেকে পঞ্জাব বেড়ানোর ছবি পোস্ট করতে দেখা গিয়েছে নিখিলকে। মাঝে মধ্যেই বিভিন্ন ইঙ্গিতবাহী পোস্টে নিজের মনের অবস্থা ফুটিয়ে তুলেছেন তিনি। তবে বেশিরভাগ ক্ষেত্রেই তাঁর সঙ্গে সমব্যাথী হতে দেখা গিয়েছে নেটিজেনদের। এবারও তার অন্যথা হল না।