ভোটে 'না', রাজ্যসভার সাংসদ হতে 'হ্যাঁ' কুমার শানুর

ভোটের লড়াইয়ে ঝুঁকি নিতে রাজি নন। কিন্তু রাজ্যসভার সাংসদ হতে হানড্রেড পারসেন্ট আগ্রহী গেরুয়া শিবিরে সদ্য জয়েন করা কুমার শানু।

Updated By: Dec 6, 2014, 07:06 PM IST
ভোটে 'না', রাজ্যসভার সাংসদ হতে 'হ্যাঁ' কুমার শানুর

কলকাতা: ভোটের লড়াইয়ে ঝুঁকি নিতে রাজি নন। কিন্তু রাজ্যসভার সাংসদ হতে হানড্রেড পারসেন্ট আগ্রহী গেরুয়া শিবিরে সদ্য জয়েন করা কুমার শানু।

আজ কলকাতায় দলের রাজ্য সভাপতিকে পাশে নিয়ে বসেছিলেন তিনি। বলেন 'ভোটে নেই , রাজ্যসভার সাংসদ হব।'

রাজ্যসভার সাংসদ হতে চান কি নিজের কথা ভেবে,গায়কের যুক্তি অবশ্য সমাজসেবাই আসল কারণ।

সফল শিল্পী। হঠাত সমাজসেবা করবেন কেন

ভোট রাজনীতিতে সরাসরি অংশ নয়,অথচ বিজেপির কাজ করবেন। কিন্তু বিজেপিতে যোগদান কেন

সঙ্গীত জীবনে তার উত্তরসূরী যে রাজনীতির ময়দানেও তার জুনিয়ার হলেও বাবুলের পথে তিনি যে হাটবেন না এদিন তা গোপন রাখেননি কুমার শানু।

 

 

 

 

 

 

.