বিএফআই লন্ডন চলচ্চিত্র উত্‍সবে `নোবেল চোর`

ভারতে প্রদর্শনের আগেই সুমন ঘোষ পরিচালিত `নোবেল চোর` ছবিটি ৫৫তম বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবে দেখানো হবে। লন্ডন উৎসব শুরু হচ্ছে ১২ অক্টোবর এবং চলবে ২৭ অক্টোবর পর্যন্ত। ১৬ ও ১৭ অক্টোবর দেখানো হবে `নোবেল চোর`। রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরির ওপর ভিত্তি করে তৈরি হয়েছে `নোবেল চোর`।

Updated By: Feb 9, 2012, 05:10 PM IST

ভারতে প্রদর্শনের আগেই সুমন ঘোষ পরিচালিত `নোবেল চোর` ছবিটি ৫৫তম বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবে দেখানো হবে। লন্ডন উৎসব শুরু হচ্ছে ১২ অক্টোবর এবং চলবে ২৭ অক্টোবর পর্যন্ত। ১৬ ও ১৭ অক্টোবর দেখানো হবে `নোবেল চোর`। রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরির ওপর ভিত্তি করে তৈরি হয়েছে `নোবেল চোর`।
২০০৪ সালের মার্চ মাসে শান্তিনিকেতনের রবীন্দ্র ভবন জাদুঘর থেকে চুরি হয় কবিগুরুর নোবেল পদক। নোবেল চুরির পর শান্তিনিকেতনে নেমে এসেছিল বিষাদের ছায়া। কিন্তু চোর কে বা কারা তা গত ৬ বছরে একাধিক তদন্তের পরও জানা যায়নি। যদিও পরবর্তী সময়ে নোবেল কমিটির আনুকূল্যে সেই নোবেল পদকের একটি রেপ্লিকা এনে দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু রবীন্দ্র অনুরাগীরা নোবেল চুরির ব্যথা কিছুতেই কাটিয়ে উঠতে পারেননি। এই ঘটনার ওপর ভিত্তি করেই তৈরী হয়েছে ছবিটি। ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন মিঠুন চক্রবর্তী, সৌমিত্র চট্টোপাধ্যায়, রূপা গাঙ্গুলী ও শাশ্বত চ্যাটার্জি।

.