গোলাপী শহরে উইনফ্রের রাজকীয় সম্বর্ধনা

সিটি প্যালেসের মূল ফটক থকে চন্দ্রমহল পর্যন্ত বর্নাঢ্য শোভাযাত্রা। সুসজ্জিত হাতি, উট, ঘোড়া। এক নজরে দেখলে মনে হবে রাজস্থানের কোনও রাজপরিবারের সদস্যের আয়োজন। না, রাজপরিবারের কোনও সদস্য নয়। আমেরিকার টক শো-এর ক্যুইন উইনফ্রেকে রাজকীয়ভাবে স্বাগত জানালো রাজস্থান।

Updated By: Jan 21, 2012, 08:29 PM IST

সিটি প্যালেসের মূল ফটক থকে চন্দ্রমহল পর্যন্ত বর্নাঢ্য শোভাযাত্রা। সুসজ্জিত হাতি, উট, ঘোড়া। এক নজরে দেখলে মনে হবে রাজস্থানের কোনও রাজপরিবারের সদস্যের আয়োজন। না, রাজপরিবারের কোনও সদস্য নয়। আমেরিকার টক শো-এর ক্যুইন উইনফ্রেকে রাজকীয়ভাবে স্বাগত জানালো রাজস্থান।
শনিবার সকালে জয়পুর সাহিত্য সম্মেলনে এলেন উইনফ্রে। উইনফ্রের সঙ্গে জয়পুরে পা রাখলেন স্বস্ত্রীক লেখক দীপক চোপড়া। তাঁকে স্বাগত জানানের জন্য উপস্থিত ছিলেন রাজপরিবারের সদস্য দিয়া কুমারি এবং তাঁর স্বামী নরেন্দ্র সিং। জয়পুরের রাজ পরিবারের ঐতিহ্য মেনেই আরতির পর লাল কারপেটে তাঁকে স্বাগত জানানো হয়, এবং তাঁকে একটি রূপোর পাত্রও উপহার দেওয়া হয়।
জয়পুরে সলমন রুশদি অনুপস্থিত থাকলেও ওপরা উইনফ্রের উপস্থিতি নিঃসন্দেহে বিশেষ মাত্রা এনে দিয়েছে জয়পুর সাহিত্য সম্মেলনে।

.