'পার্বতী' বিকিনি সুন্দরী হতেই তোলপাড়!

'দেব কা দেব মহাদেব' সিরিয়ালে পারবতীর ভূমিকায় অভিনয় কারা অভিনেত্রী সোনারিকা ভাদোরিয়াকে নিশ্চই মনে আছে? সম্প্রতি সমুদ্রে বেড়াতে গিয়ে, সমুদ্র সৈকতেই তিনি কিছু বিকিনি পরা ছবি তুলেছেন। আর তারই কয়েকটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটারেও দিয়েছেন তিনি। সেই ছবি নিয়েই উঠেছে বিতর্কের ঝড়।

Updated By: May 30, 2016, 12:50 PM IST
'পার্বতী' বিকিনি সুন্দরী হতেই তোলপাড়!
ছবি ইনস্টাগ্রাম থেকে।

ওয়েব ডেস্ক: 'দেব কা দেব মহাদেব' সিরিয়ালে পারবতীর ভূমিকায় অভিনয় কারা অভিনেত্রী সোনারিকা ভাদোরিয়াকে নিশ্চই মনে আছে? সম্প্রতি সমুদ্রে বেড়াতে গিয়ে, সমুদ্র সৈকতেই তিনি কিছু বিকিনি পরা ছবি তুলেছেন। আর তারই কয়েকটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটারেও দিয়েছেন তিনি। সেই ছবি নিয়েই উঠেছে বিতর্কের ঝড়।

 

এক অংশের মতে 'পার্বতীর ভূমিকায় অভিনয় কারা অভিনেত্রীর কাছ থেকে এধরণের বিকিনি পরা ছবে মেনে নেওয়া যায় না।' যদিও অভিনেত্রী তাঁর ব্যক্তিগত জীবনে এই 'হস্তক্ষেপ'-কে একেবারেই ভাল ভাবে নেন নি। অনেকেই টুইটারে তাঁকে কটূক্তি করেছেন এই ছবি দেখে আর, সোনারিকাও তার জবাব দিয়েছেন নিজস্ব ভঙ্গিমায়।

.