ওম পুরীর আকস্মিক মৃত্যুতে শোক জ্ঞাপন মোদী-মমতার
শীতের সকালে এখনও ঘুম ভাঙেনি শহরের। দিল্লি মোড়া কুয়াশার চাদরে। কলকাতা সবে চোখ খুলেছে। এরই মধ্যে বুকের বা দিকে চিনচিন করা একটা ব্যাথা! ওম পুরী আর নেই। কনকনে শীতে যেন হঠাৎ একটা দমকা হাওয়া। ৬ জানুয়ারি, কিংবদন্তি সঙ্গীতকার এ আর রহমানের ৫০তম জন্মদিনের দিনই হঠাৎ জীবনকে আলবিদা করে চলে গেলেন আরও এক কিংবদন্তি ওম পুরী। বন্ধু ওমের মৃত্যুকে বিশ্বাসই করতে পারছেন না অনুপম। বিছানায় শায়িত থাকা ওম পুরীর শবদেহ দেখে বিশ্বাসই হচ্ছে না, মানুষটা আর নেই। এই বুঝি চোখ খুলবে। না, এমনটা হবে না, চির নিন্দ্রায় বিলীন হয়েছেন ওম পুরী। শহর যত জাগছে দাবানলের মত ছড়িয়ে পড়ছে ওম পুরীর মৃত্যুর খবর। এই শোক সংবাদ পেয়ে শোক বার্তা জ্ঞাপন করলেন রাজনীতির দুই যুযুধান মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদী। ৬৬ বছর বয়সেই চলে গেলেন কিংবদন্তি অভিনেতা ওম পুরী
ওয়েব ডেস্ক: শীতের সকালে এখনও ঘুম ভাঙেনি শহরের। দিল্লি মোড়া কুয়াশার চাদরে। কলকাতা সবে চোখ খুলেছে। এরই মধ্যে বুকের বা দিকে চিনচিন করা একটা ব্যাথা! ওম পুরী আর নেই। কনকনে শীতে যেন হঠাৎ একটা দমকা হাওয়া। ৬ জানুয়ারি, কিংবদন্তি সঙ্গীতকার এ আর রহমানের ৫০তম জন্মদিনের দিনই হঠাৎ জীবনকে আলবিদা করে চলে গেলেন আরও এক কিংবদন্তি ওম পুরী। বন্ধু ওমের মৃত্যুকে বিশ্বাসই করতে পারছেন না অনুপম। বিছানায় শায়িত থাকা ওম পুরীর শবদেহ দেখে বিশ্বাসই হচ্ছে না, মানুষটা আর নেই। এই বুঝি চোখ খুলবে। না, এমনটা হবে না, চির নিন্দ্রায় বিলীন হয়েছেন ওম পুরী। শহর যত জাগছে দাবানলের মত ছড়িয়ে পড়ছে ওম পুরীর মৃত্যুর খবর। এই শোক সংবাদ পেয়ে শোক বার্তা জ্ঞাপন করলেন রাজনীতির দুই যুযুধান মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদী। ৬৬ বছর বয়সেই চলে গেলেন কিংবদন্তি অভিনেতা ওম পুরী
চলচ্চিত্র মহলের সঙ্গেই শোকের ছায়া রাজনৈতিক মহলেও। প্রধানমন্ত্রীর দফতর থেকে টুইটে শোকবার্তা জ্ঞাপন করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় শোক জ্ঞাপন করেছেন নিজের টুইটার হ্যান্ডেল থেকেই।
The Prime Minister condoles the passing away of actor Om Puri & recalls his long career in theatre & films.
— PMO India (@PMOIndia) January 6, 2017
Saddened at sudden passing of Om Puri Ji. His acting skills were appreciated around the world. Condolences to family, friends fraternity
— Mamata Banerjee (@MamataOfficial) January 6, 2017