পিকে জীবনের কঠিনতম চরিত্র: আমির

দীপাবলিতে আগামী ছবি পিকে-র টিজার রিলিজ করেছেন আমির। ছবি নিয়ে উচ্ছ্বসিত মিস্টার পারফেকশনিস্ট জানালেন, পিকে তাঁর জীবনের কঠিনতম চরিত্র।

Updated By: Oct 23, 2014, 09:26 PM IST
পিকে জীবনের কঠিনতম চরিত্র: আমির

ওয়েব ডেস্ক: দীপাবলিতে আগামী ছবি পিকে-র টিজার রিলিজ করেছেন আমির। ছবি নিয়ে উচ্ছ্বসিত মিস্টার পারফেকশনিস্ট জানালেন, পিকে তাঁর জীবনের কঠিনতম চরিত্র।

আমির বলেন," কাকতালীয়ভাবে প্রতিবছর ক্রিসমাসে আমার ছবি মুক্তি পায়। দিওয়ালিতে ট্রেলর। তাই এই দিওয়ালিতেও সেই রেওয়াজ ধরে রাখলাম। এর আগে তারে জমিন পর, গজনি, থ্রি ইডিয়টসের ক্ষেত্রে এই রেওয়াজে সাফল্য এসেছে।" ছবিতে নিজের চরিত্র সম্পর্কে আমির বলেন, "আমি পান খেতে অভ্যস্ত নই। কিন্তু এই ছবিতে চরিত্রের প্রয়োজনে একদিনে ৫০ থেকে ৬০টা পান খেয়েছি। ছবিরে সেটেই পানওয়ালা থাকতেন।"

ছবিতে আমিরের সঙ্গে রয়েছেন অনুষ্কা শর্মা, সুশান্ত সিং রাজপুত, সঞ্জয় দত্ত, সৌরভ শুক্লা। ছবি প্রসঙ্গে আমির বলেন, "রাজকুমারের সব ছবির মতোই এই ছবিতেও খুব জোরালো সামাজিক বার্তা রয়েছ। আমার কেরিয়ারের সবথেকে কঠিন চরিত্র। ছবি করার সময় পলক ফেলার সময় পাইনি।"

আাগমী ১৯ ডিসেম্বর মুক্তি পাচ্ছে রাজকুমার হিরানি পরিচালিত পিকে।

 

.