''বহুমুখী প্রতিভার অধিকারী ও প্রাণবন্ত ছিলেন ঋষি কাপুর'', শোকবার্তায় লিখলেন প্রধানমন্ত্রী
শোকবার্তার শেষে 'ওম শান্তি' লেখেন প্রধানমন্ত্রী।
নিজস্ব প্রতিবেদন : (Rishi Kapoor) ঋষি কাপুর বহুমুখী প্রতিভার অধিকারী ও প্রাণবন্ত ছিলেন। ঋষি কাপুরের মৃত্যুতে শোকবার্তায় এমনটাই লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোকবার্তার শেষে 'ওম শান্তি' লেখেন প্রধানমন্ত্রী।
টুইটারে প্রধানমন্ত্রী লেখেন, ''বহুমুখী প্রতিভার অধিকারী, স্নেহময়, এবং প্রাণবন্ত, এমনটাই ছিলেন ঋষি কাপুর জি। ওনাকে প্রতিভাবান একজন মানুষ। ওনার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় কথা হতো, সেটা মনে পড়বে। তিনি সিনেমা ও দেশের অগ্রগতির কথা ভাবতেন। তাঁর মৃত্যু বেদনাময়। তাঁর পরিবারের প্রতি সমবেদনা রইল।''
Multifaceted, endearing and lively...this was Rishi Kapoor Ji. He was a powerhouse of talent. I will always recall our interactions, even on social media. He was passionate about films and India’s progress. Anguished by his demise. Condolences to his family and fans. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) April 30, 2020
এদিকে ঋষি কাপুরের মৃত্যুর খবর পেয়ে টুইট করেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। তিনি লেখেন, ''ওনার মতো অভিনেতার মৃত্যুর খবর শুনে খুবই দুঃখ পেলাম। ভীষণই গুণী অভিনেতা, সিনেমার জগতে অনেক ভূমিকা পালন করেছেন। দেশ এবং সিনেমাজগত ওনাকে ভালোবাসে। সিনেমা জগত আরও একটি হীরেকে হারিয়ে ফেলল।''
Deeply saddened to learn about the demise of veteran Hindi film actor, Shri Rishi Kapoor. The talented actor essayed many roles with aplomb & was popular for his romantic films. In his passing away, the nation lost a beloved son and film industry lost a gem. pic.twitter.com/vpXvfLO29Q
— Vice President of India (@VPSecretariat) April 30, 2020
প্রসঙ্গত, বুধবার রাতেই ঋষি কাপুরের হাসপাতালের ভর্তির খবর পাওয়া যায়। বৃহস্পতিবার সকালে ভগ্ন হৃদয়ে ভাইয়ের মৃত্যুর খবর জানান দাদা রণধীর কাপুর।