এবার মিউজিক অ্যালবামে প্রিয়ঙ্কা!

তবে কি রুপোলী পর্দার প্রতি ক্রমশ আগ্রহ হারাচ্ছেন প্রিয়ঙ্কা চোপড়া? নাকি বলিউডে তাঁর বাজারে ভাটার টান?

Updated By: Sep 27, 2011, 11:48 PM IST

এবার মিউজিক অ্যালবামে প্রিয়ঙ্কা!
তবে কি রুপোলী পর্দার প্রতি ক্রমশ আগ্রহ হারাচ্ছেন প্রিয়ঙ্কা চোপড়া? নাকি বলিউডে তাঁর বাজারে ভাটার টান?
কারণটা যাই হোক না কেন, ঘটনা হল ইউনিভার্সাল মিউজিক গ্রুপের নয়া মিউজিক অ্যালবামে কাজ করছেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড।
বিশ্বের প্রথম সারির মিউজিক জায়ান্ট ইউএমজি নাকি মার্কিন মুলুকে রিলিজ করবে সেই পপ অ্যালবাম। আপাতত ক্ল্যাসিকাল সংগীতের ট্রেনিং আর অ্যালবামের রেকডিংয়েই ব্যস্ত
তিনি।
তা সেলুলয়েডের পর্দা থেকে নতুন ভূমিকায় এসে কেমন লাগছে প্রিয়ঙ্কার? বলিউড সুন্দরীর জবাব, `আমি ভীষণ এক্সাইটেড`।

.