Rana Sarkar : প্রাণনাশের হুমকি, ১০ কোটির মানহানির মামলা রাণা সরকারের
গত কয়েকদিন ধরেই 'বেহায়া'র শ্যুটিং ঘিরে টলিপাড়ায় ধুন্ধুমার কাণ্ড। টেকনিশিয়ানদের টাকা না দেওয়ার অভিযোগ ওঠে প্রযোজক রাণা সরকারের বিরুদ্ধে। অভিযোগ, আনে সিনে ভেন্ডার ও সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশন। দাবি করা হয় রাণা সরকারের কাছে কোটি টাকারও বেশি পাওনা রয়েছে টেকনিশিয়ানদের। টাকা না মেটালে তাঁরা আগামী তিনটি ছবি 'কলকাতা ৯৬', 'লহ গৌরাঙ্গের নাম রে' ও 'বেহায়া'র শ্যুটিং করতে দেবে না তাঁরা। ঘটনার ঠিক পরপরই নাম না করে প্রযোজকদের বিরুদ্ধে টাকা না দেওয়ার অভিযোগ আনেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। যদিও রাণা সরকার ফেসবুকে অডিও ক্লিপ পোস্ট করে দাবি করেন তাঁর থেকে কেউ টাকা পায় না। গোটা ঘটনায় আইনি পথে হাঁটার কথাও বলেন প্রযোজক। সেই মতোই পদক্ষেপ করলেন রানা সরকার।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172472-ranita871263.jpg?itok=mVeYazYP)
![Rana Sarkar : প্রাণনাশের হুমকি, ১০ কোটির মানহানির মামলা রাণা সরকারের Rana Sarkar : প্রাণনাশের হুমকি, ১০ কোটির মানহানির মামলা রাণা সরকারের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/09/01/388008-565675685.jpg)
Rana Sarkar, Joyjit Banerjee, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত কয়েকদিন ধরেই 'বেহায়া'র শ্যুটিং ঘিরে টলিপাড়ায় ধুন্ধুমার কাণ্ড। টেকনিশিয়ানদের টাকা না দেওয়ার অভিযোগ ওঠে প্রযোজক রাণা সরকারের বিরুদ্ধে। অভিযোগ, আনে সিনে ভেন্ডার ও সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশন। দাবি করা হয় রাণা সরকারের কাছে কোটি টাকারও বেশি পাওনা রয়েছে টেকনিশিয়ানদের। টাকা না মেটালে তাঁরা আগামী তিনটি ছবি 'কলকাতা ৯৬', 'লহ গৌরাঙ্গের নাম রে' ও 'বেহায়া'র শ্যুটিং করতে দেবে না তাঁরা। ঘটনার ঠিক পরপরই নাম না করে প্রযোজকদের বিরুদ্ধে টাকা না দেওয়ার অভিযোগ আনেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। যদিও রাণা সরকার ফেসবুকে অডিও ক্লিপ পোস্ট করে দাবি করেন তাঁর থেকে কেউ টাকা পায় না। গোটা ঘটনায় আইনি পথে হাঁটার কথাও বলেন প্রযোজক। সেই মতোই পদক্ষেপ করলেন রানা সরকার।
প্রকাশ্যে সম্মান নষ্ট করার জন্য এবং প্রাণহানির হুমকি দেওয়ার জন্য ভেন্ডার ও সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশনের তিন সদস্যকে আইনি চিঠি পাঠালেন প্রযোজক রাণা সরকার। যে আইনি চিঠিতে নাম রয়েছে সৈকত দাস, জাকির হুসেন মল্লিক এবং সুমন কল্যাণ জানার। Zee ২৪ ঘণ্টা ডিজিটালকে প্রযোজক রাণা সরকার জানান, 'চিঠিতে যাঁদের নাম রয়েছে, ওঁরা প্রকাশ্যে বলেন আমার কাছ থেকে টাকা পান। আরও বিভিন্ন কথা বলেন। কিন্তু মুশকিল হল, যে অ্যাসোসিয়েশনের কথা ওঁরা বলছেন সেটা সম্ভবত রেজিস্টার্ড নয়। তবে আমরা আলাদা আলাদা নামে এই আইনি চিঠি পাঠিয়েছি, কারণ যাঁরা কথাটা বলেছেন, তার দায় তাঁদেরকেই নিতে হবে। এছাড়া আমার পুলিসের কাছে অভিযোগ জানিয়েছি, যে শ্যুটিংয়ের সময় ইপি সহ আরও বেশকয়েকজনকে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়েছে। দেখে নেব, মেরে দেব এসব কথা বলা হয়েছে।'
ওঁরা কেন এধরণের কথা বলছেন এবং হুমকি দিচ্ছেন? এপ্রশ্নে রাণা সরকার বলেন, 'আমার পুরনো কোম্পানি যখন আমি সিরিয়াল করতাম, তখন নাকি ওঁরা ওখানে কাজের জন্য টাকা পান। আমার বক্তব্য যদি কেউ টাকা পায়, তাহলে তো তাঁরা সেটা উদ্ধারের চেষ্টা করবে। যদি আমি টাকা না দি, তাহলে তো আইনের পথে যাবেন, পুলিসে অভিযোগ করবেন, কিন্তু আমার গলা চেপে তো ধরবেন না। ওঁরা প্রকাশ্য়ে গলাগালি করছেন, হুমকি দিচ্ছেন। আমি চোর, ডাকাত হলেও আমাকে প্রকাশ্যে মেরে দেওয়ার কথা বলা যায় না। তাই পুলিসে অভিযোগের পাশাপাশি আমি প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি করছি এবং আমার সম্মান নষ্ট করার জন্য ১০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়েছি। এর জন্য ৭ দিন সময় দেওয়া হয়েছে। ওঁরা তার মধ্যে ক্ষমা না চাইলে পরবর্তী আইনি পদক্ষেপ নেব।'
জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ প্রসঙ্গে রাণা সরকার বলেন, 'জয়জিৎ আমার কাছ থেকে টাকা পায়না। ও আমার নাম না নিয়ে অভিযোগ করে যাচ্ছে। ৬-৭ মাস আগেও একই কাজ করেছিল। আমি যখন জিজ্ঞেস করেছিলাম, তখন ও বিষয়টা এড়িয়ে গেছে। তর্ক হওয়ায় ও আমায় ব্লক করে দেয়।নাম নিচ্ছে না, যাতে আইনি ব্য়বস্থা না নিতে পারি। '