''ফুটবলের ভগবান ছিলেন'', কিংবন্তি মারদোনাকে এভাবেই দেখেন প্রসেনজিৎ

''ফুটবলের রাজা ছিলেন, ফুটবলের ভগবান ছিলেন।'' 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Nov 26, 2020, 01:16 PM IST
''ফুটবলের ভগবান ছিলেন'', কিংবন্তি মারদোনাকে এভাবেই দেখেন প্রসেনজিৎ

নিজস্ব প্রতিবেদন : ''ফুটবলের রাজা ছিলেন, ফুটবলের ভগবান ছিলেন।'' প্রয়াত কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদনাকে এভাবেই তুলে ধরলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 

প্রসেনজিতের কথায়, ''আমাদের সকলেরই একটা hero-worship থাকে। ফুটবলে পেলের পরে এটা অবশ্যই মারাদোনা। এটা একটা বড় ক্ষতি। আর ওঁর অবদান ভাষায় বর্ণনা করা যায় না।'' 

২০২০ বছরটির শুরু থেকেই একের পর এক নক্ষত্রপতন। বছরের শেষ মুহূর্তে এসেও সেই ধারাই যেন এখনও অব্যাহত। বুধবার মাত্র ৬০ বছর বয়সেই চলে যেতে হল ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনাকে। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ফুটবলের রাজপুত্র। হঠাতই হার্ট অ্যাটাক। আর তার পরেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মহানায়ক। তাঁর আইনজীবী খবরটি নিশ্চিত করেছে।  কোটি কোটি ফুটবল ভক্তকে কাঁদিয়ে চলে গেলেন মারাদোনা। 

৬০ তম জন্মদিনের কয়েকদিন পরেই মাথায় অস্ত্রোপচার হয় মারাদোনার। এরপর হাসপাতাল থেকে ছাড়া পেলেও বাড়ি যাওয়া হয়নি ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনার। মাত্রাতিরিক্ত মদ্যপান ছাড়ানোর জন্য ফুটবলের রাজপুত্রকে রাখা হয় রিহ্যাব সেন্টারে। তারপর বাড়ি ফিরলেও না ফেরার দেশে চলে গেলেন দিয়েগো।

.