দেশজুড়ে লকডাউন, বিয়ে ভেস্তে গেল টলি নায়িকা পূজা বন্দ্যোপাধ্যায়ের

 দেশজুড়ে করোনা আতঙ্ক আর লকডাউনের জন্য আপাতত নিজেদের বিয়ে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন পূজা ও কুণাল।

Updated By: Apr 9, 2020, 05:41 PM IST
দেশজুড়ে লকডাউন, বিয়ে ভেস্তে গেল টলি নায়িকা পূজা বন্দ্যোপাধ্যায়ের

নিজস্ব প্রতিবেদন: আগামী ১৫ এপ্রিল দীর্ঘদিনের বন্ধু কুণাল বর্মার সঙ্গে সাতপাকে বাঁধা পড়ার কথা ছিল টলিউড অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়ের। তবে দেশজুড়ে করোনা আতঙ্ক আর লকডাউনের জন্য আপাতত নিজেদের বিয়ে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন পূজা ও কুণাল।

তবে ১৫ এপ্রিল পূজা ও কুণালের বিয়ের অনুষ্ঠান না হলেও ওই দিন তাঁরা বিয়ের রেজিস্ট্রেশন সেরে ফেলবেন বলেই জানা যাচ্ছে। সম্প্রতি 'বোম্বে টাইমস'-কে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা কুণাল বর্মা জানান, ''আশা করছি ১৫ এপ্রিল আমরা বিয়ের রেজিস্ট্রেশনটা অন্তত সেরে ফেলতে পারবো। তবে সেটাও নির্ভর করছে লকডাউন-এর পরিস্থিতির উপর। ওই দিন সম্ভব না হলে আরও ১০ দিন পিছিয়ে দেব। দেখা যাক পরিস্থিতি কোন দিকে এগোয়।''

আরও পড়ুন-'গান গেয়ো না শব্দদূষণ হচ্ছে', বাবার গান শুনে এমনই বলল করণ জোহরের দুই ছেলেমেয়ে

কণাল বর্মা আরও জানান, ''আমার বিয়ে নিয়ে আমার মা ও গোটা পরিবার ভীষণই উৎসাহী। আমরা বিয়ের কেনাকাটাও সেরে ফেলেছি। মা এক্কেবারে ব্যান্ড বাজা বারাত-এর মতো করেই আমার বিয়ের অনুষ্ঠান চান। আমার খারাপ লাগছে মায়ের এই স্বপ্টা পূরণ হচ্ছে না। তবে বিয়ের জন্য আরও কয়েকমাস অপেক্ষা আমি করতে পারছি না। পূজা আর আমার হৃদয় অনেকদিন আগেই মিলে গিয়েছে, এখন শুধু একটা সই-এর অপেক্ষা। তবে যত শীঘ্র সেটা সম্ভব হয়, ততটাই ভালো।''

আরও পড়ুন-Home Quarantine: মেয়ে মেহর-কে নিয়ে এভাবেই কাটছে অঙ্গদ-নেহার

প্রসঙ্গত, পূজা বন্দ্যোপাধ্যায় ও কুণাল বর্মা বাগদান সেরেছেন ২০১৭ সালে। তবে বিশ্ব নারী দিবসের দিন পূজা বন্দ্যোপাধ্যায় তাঁর বিয়ের খবর সকলকে জানান। কুণালের সঙ্গে নিজের ছবি পোস্ট করে পূজা লেখেন, ''তুমিই আমায় সম্পূর্ণ করতে চলেছ। আমি কারোর মেয়ে, কারোর বোন, কারোর বন্ধু, কারোর প্রেমিকা, এবার কারোর স্ত্রী হতে চলেছি। এবার আমরা এক হতে চলেছে, বিয়ে করছি। আপনাদের সকলেই আশীর্বাদ কাম্য।''

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

প্রসঙ্গত, পূজা টলিউডে 'চ্যালেঞ্জ ২', 'লাভেরিয়া' সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন। শেষবার হইচই-এর ওয়েবসিরিজ 'পাপ'-এ দেখা গিয়েছে পূজা বন্দ্যোপাধ্যায়কে।

আরও পড়ুন- নেট দুনিয়ায় ফাঁস বিকৃত ছবি ও ঘনিষ্ঠ ভিডিয়ো, পুলিসের দ্বারস্থ অভিনেত্রী

.