নিজস্ব প্রতিবেদন : চুপি চুপি বাগদান পর্ব সেরে ফেলেছেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেলিব্রিটি জুটির বাগদান পর্বের ছবি সামনে আসতেই সোশ্যাল সাইট যেন শুভেচ্ছায় উপচে পড়তে শুরু করে। ‘প্রাক্তন’ মিমি চক্রবর্তী থেকে দেব, রাজ-শুভশ্রীর নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন টলিউডের একাধিক সেলিব্রিটি।

আরও পড়ুন : মিমি থেকে নুসরত, রাজ-শুভশ্রীর বিয়ে নিয়ে কী বললেন সেলেবরা, দেখুন

আরবানা ক্লাব হাউজে যখন পার্টির জন্য বন্ধুদের ডেকেছিলেন রাজ চক্রবর্তী, তখন কেউ ঘুনাক্ষরেও আন্দাজ করতে পারেননি পর মুহূর্তে কী ঘটতে চলেছে। ক্লাব হাউজে যখন রাজ-শুভশ্রীর বন্ধুরা একে একে হাজির হচ্ছেন, সেই সময় আচমকাই ‘লেডিলাভের’ হাতে আংটি পরিয়ে দেন রাজ চক্রবর্তী। এরপর সবাইকে আরও চমকে দিয়ে রেজিস্ট্রিও সেরে ফেলেছেন সেলেব জুটি।

আরও পড়ুন : মালাবদল করে কবে রাজের ঘরণী হচ্ছেন শুভশ্রী

রাজ-শুভশ্রীর বাগদান পর্ব এবং রেজিস্ট্রির ছবি তো দেখেছেন, এবার দেখুন ভিডিও..

 

শোনা যাচ্ছে, আগামী ১১ মে সাতপাক ঘুরে রাজের ঘরণী হবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

English Title: 
Raj Chakrabarty and Subhashree Ganguly’s new video
News Source: 
Home Title: 

রাজ-শুভশ্রীর রেজিস্ট্রি এবং আংটি বদলের এই ভিডিও দেখেছেন!

রাজ-শুভশ্রীর রেজিস্ট্রি এবং আংটি বদলের এই ভিডিও দেখেছেন!
Yes
Is Blog?: 
No