যুবানের বয়স ৩ মাস, শুভশ্রীকে মাতৃত্বের শুভেচ্ছা রাজের

শনিবার ১২ ডিসেম্বর ছেলের ৩ মাস পূর্ণ হতেই শুভশ্রীকে মাতৃত্বের শুভেচ্ছা জানিয়ে ছবি পোস্ট করেছেন রাজ।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Dec 12, 2020, 01:12 PM IST
যুবানের বয়স ৩ মাস, শুভশ্রীকে মাতৃত্বের শুভেচ্ছা রাজের

নিজস্ব প্রতিবেদন : দেখতে দেখতে ৩ মাস পার। রাজ-শুভশ্রীর আদরের যুবানের বয়স এবং শুভশ্রীর মাতৃত্ব আর রাজের পিতৃত্বের বয়স এখন ৩ মাস। শনিবার ১২ ডিসেম্বর ছেলের ৩ মাস পূর্ণ হতেই শুভশ্রীকে মাতৃত্বের শুভেচ্ছা জানিয়ে ছবি পোস্ট করেছেন রাজ।

স্ত্রী ও ছেলের ছবি পোস্ট করে রাজ ক্যাপশানে লিখেছেন, 'The apples of my eyes, Happy 3 month of motherhood'। হ্যাশ ট্যাগে লিখেছেন #yuvaan #happy3month #fatherhood। 

আরও পড়ুন-হৃদরোগে আক্রান্ত হয়ে ICU-তে রেমো ডি'সুজা, হাসপাতালেই কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raj Chakrabarty 

অন্যদিকে শুভশ্রী লিখেছেন, ''আমার ছেলেটা বড্ড দ্রুত বড় হয়ে যাচ্ছে। শুভ ৩ মাস আমার ভালোবাসা।''

 

গত ১২ সেপ্টেম্বর রাজ শুভশ্রীর পরিবারে আসে তাঁদের ছেলে যুবান। সেদিনও ছিল শনিবার। ১২ ডিসেম্বর বেলা ১.টা বেজে ৩৩ মিনিটে রাজ-শুভশ্রীর সন্তানের জন্ম হয়। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক প্রণব দাশগুপ্তের তত্ত্বাবধানে জন্ম হয় রাজ-শুভশ্রীর সন্তানের। (প্রসঙ্গত প্রণব দাশগুপ্তের তত্ত্বাবধানেই এর আগে মা হয়েছেন কোয়েল মল্লিকও) জন্মের সময় শুভশ্রীর সন্তানেক ওজন ছিল ৩ কেজি। সন্তান জন্মের সুন্দর মুহূর্তে সাক্ষী ছিলেন রাজ চক্রবর্তী নিজেই। ওইদিন বিকেলেই শুভশ্রী তাঁর ছেলের ছবি টুইটারে পোস্ট করেন। রাজ-শুভশ্রী জানান, তাঁদের ছেলের নাম রাখা হয়েছে যুবান। তারকা দম্পতির সোশ্যাল মিডিয়া ভরে যায় শুভচ্ছা বার্তায়।

আরও পড়ুন-আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে ডানদিক প্যারালাইসিস শাহরুখের 'ফ্যান' অভিনেত্রী শিখার

.