Raj Kapoor Birthday: অভিনয়ে ভুল নয়, তবু রাজ কাপুরকে থাপ্পড় মেরেছিলেন পরিচালক

কেরিয়ারের শুরুতেই পরিচালকের কাছে চড় খেয়েছিলেন শোম্যান রাজ কাপুর

Updated By: Dec 14, 2021, 01:59 PM IST
Raj Kapoor Birthday: অভিনয়ে ভুল নয়, তবু রাজ কাপুরকে থাপ্পড় মেরেছিলেন পরিচালক

নিজস্ব প্রতিবেদন: ভারতীয় সিনেমায় রাজ কাপুরের (Raj Kpoor) অবদান অনস্বীকার্য। একজন সফল অভিনেতার পাশাপাশি তিনি ছিলেন পরিচালক ও প্রযোজক। মঙ্গলবার ভারতীয় সিনেমার 'শোম্যান' রাজ কাপুরের জন্মদিন। ১৯২৪ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানের পেশোয়ারে জন্মেছিলেন ভারতীয় সিনেমার এই কিংবদন্তি। রাজ কাপুর একজন দুর্দান্ত অভিনেতার পাশাপাশি একজন সফল পরিচালক এবং প্রযোজক ছিলেন।

বলিউডকে একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছেন তিনি। মাত্র ১০ বছর বয়সেই অভিনয় জগতে পা রাখেন তিনি। ইনকিলাব ছবিতে অভিনয় করেছিলেন তিনি। এরপর ১৭ বছর বয়সে বম্বে টকিজে স্পটবয় হিসাবে কাজ করতেন রাজ কাপুর। সিনেমা তৈরির নেপথ্যের কাজ শেখার জন্যই পরিচালক কেদার শর্মার সঙ্গে কাজ করছিলেন তিনি। কিন্তু সেসময় কাজে একটি ভুল করেছিলেন রাজ আর তার জেরেই রাজকে চড় মারেন কেদার শর্মা। 

আরও পড়ুন: Kareena Kapoor Khan: ওমিক্রন আতঙ্কে বলিউড! করোনা আক্রান্ত করিনা-অমৃতা

রাজ কাপুর সেই ঘটনার কথা বলেছিলেন তাঁর কন্যা ঋতু নন্দাকে। তিনি বলেন,'সেটে ক্ল্যাপস্টিক দেওয়ার দায়িত্ব পেয়েছিলাম আমি। প্রত্যেক শটের আগে ক্ল্যাপস্টিক দিতাম। ক্যামেরাম্যানের সঙ্গে ভালো সম্পর্ক ছিল আমার। আমি বলে রেখেছিলাম শটের আগে আমি যখন ক্ল্যাপস্টিক দিতে যাব তখন যেন আমার একটা ভালো ছবি তুলে দেয়। আমি ভালো করে চুল আঁচড়ে হাসি মুখে ক্ল্যাপ বোর্ড হাতে নিয়ে হিরোর সামনে গিয়ে দাঁড়াই। সামান্য ঘাড় হেলিয়ে জোরে ক্ল্যাপস্টিক দিয়েই চলে আসতাম। কেউ কোনওদিন আমার ছবি তোলার এই ঘটনা লক্ষ্য করেনি। কিন্তু একদিন এর জেরেই আমি বিপাকে পড়ি। আমি ক্ল্যাপস্টিক দিয়ে চলে এসে দেখি সেটের সবাই হাসছে। ক্ল্যাপবোর্ডে স্টিক দিয়ে দেখি নায়কের দাড়ি আটকে গেছে ক্ল্যাপস্টিকে। সবাই হাসলেও পরিচালক রেগে যান আর এসে এক চড় মারেন আমায়। এরপরই অবশ্য আমাকে লিডরোলে কাস্ট করেন কেদার শর্মা। সেখান থেকেই শুরু রাজ কাপুরের অভিনয়ের জীবন।'

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.