Rakhi Sawant: ‘সারা শরীরে কালসিটে, বেধড়ক মারত রাখিকে’, আদিলের বিরুদ্ধে সরব অভিনেত্রীর দাদা

Rakhi Sawant Separation: রাখির দাদার দাবি, আজ(মঙ্গলবার) সকালেও রাখিকে মারতে তাঁর বাড়ি এসেছিল আদিল। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর দাবি, রাখি নামাজ পড়ার সময়, তাঁর পিঠে কাচ ফেলে দেয় আদিল। রাখিকে খুন করতেও উদ্যত হয়েছিল আদিল। 

Updated By: Feb 7, 2023, 08:29 PM IST
Rakhi Sawant: ‘সারা শরীরে কালসিটে, বেধড়ক মারত রাখিকে’, আদিলের বিরুদ্ধে সরব অভিনেত্রীর দাদা

Rakhi Sawant, Adil Khan Durrani, Domestic Violence, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘পশুকেও কেউ এভাবে মারতে পারে না, যেভাবে আদিল রাখিকে মারত। অনেকেই বলছে, রাখিকে চুপ থাকতে বলো। বলছে ওকে নাটক বন্ধ করতে বলো। কিন্তু আমার প্রশ্ন, আপনার বাড়ির মা, বোনকে কেউ এভাবে মারলে কি আপনি চুপ থাকতেন?’  রাখি সাওয়ান্তের উপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে এবার রুখে দাঁড়ালেন অভিনেত্রীর দাদা। তাঁর দাবি, আজ(মঙ্গলবার) সকালেও রাখিকে মারতে তাঁর বাড়ি এসেছিল আদিল। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর দাবি, রাখি নামাজ পড়ার সময়, তাঁর পিঠে কাচ ফেলে দেয় আদিল। রাখিকে খুন করতেও উদ্যত হয়েছিল আদিল। রাখির সারা গায়ে ক্ষতের চিহ্ন। এমনকী মায়ের মৃত্যুর দিনেও রাখিকে মেরেছে।

আরও পড়ুন- Rupanjana Mitra: হারেম সেন্টারের মেয়ে নই! গায়ে পড়া ব্যবসায়ীকে তোপ রূপাঞ্জনার...

সোমবার মিডিয়ার সামনে এসে নিজের ক্ষোভ উগরে দেন রাখি। তবে শুধু মিডিয়ার কাছেই নয়, সোমবার রাতে ওশিয়ারা পুলিস স্টেশনে আদিলের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় রাখি সাওয়ান্তের স্বামী আদিল খান দুরানিকে। সেই সময় রাখির বাড়িতেই উপস্থিত ছিলেন আদিল, সেখানেই পুলিস তাঁকে গ্রেফতার করে।

সোমবার আদিলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন রাখি সাওয়ান্ত। অভিনেত্রী বলেন, ‘আমি একবছর ধরে অনেক কিছু সহ্য করেছি। আদিল কিছুতেই বিয়ের কথা প্রকাশ্যে আনতে চাইত না। আমি দুবাইয়ে বাড়ি নিয়েছি, ওকে পার্টনার করে আমার অ্যাকাডেমি শুরু করেছি। ওর কথা মতো আমার পোশাক বদলেছি আমি। কখনও নিজের ইগোকে সম্পর্কের মাঝে আসতে দিইনি। কিন্তু ও ওর ইগো ছাড়তে পারেনি। সবসময় বলত, বিয়ের কথা প্রকাশ্যে এলেই ও আমায় ডিভোর্স দিয়ে দেব। বলত, ওর পরিবার বলিউডের মেয়েকে বউ হিসাবে মেনে নেবে না, আমার জন্য ওর বোনের বিয়ে হবে না। কিন্তু ওর পরিবার এরকম নয়, ওরা খুবই ভালো। আমায় মেনেও নিয়েছে। কিন্তু আদিল আমার সঙ্গে বিয়ের পরও প্রাক্তনের সঙ্গে যোগাযোগ রেখেছে। তাঁকে বলেইনি যে, আমার সঙ্গে ওর বিয়ে হয়ে গেছে। পরে সে সব জানতে পেরে সরে গেছে। এরপর আমি বিগ বস মারাঠীর অফার পাই। অ্যাকাডেমির দায়িত্ব দিয়ে যাই আদিলের হাতে।’

আরও পড়ুন- Sidharth Malhotra and Kiara Advani Wedding: সাত পাকে বাঁধা পড়লেন সিদ্ধার্থ-কিয়ারা...

রাখি অভিযোগের সুরে বলেন, ‘বিগ বস থেকে এসে দেখি, আমার মা হাসপাতালে। তখন ওর বন্ধুরাই আমায় দেখায় যে, নতুন একজনের সঙ্গে সম্পর্ক শুরু হয়েছে আদিলের। কোরানে হাত রেখে তখন আদিল আমায় বলে, ওর সঙ্গে দেখা করবে না। কিন্তু কথা রাখেনি, দেখা করে। কোরান ছুঁয়ে মিথ্যে প্রতিশ্রুতি করে। ঐ মেয়েটার কথায় আমাকে প্রায়ই মারধর করত। একদিন আমি নামাজ পড়ছিলাম, তার মধ্যেই ঐ মেয়েটির ফোন আসে আর আমায় মারধর করতে শুরু করে নামাজের মাঝেই। আমার তলপেটে অপারেশন হয়েছে চার মাস আগে, সেখানেও লাথি মারে। আমায় বলত, মুখ বন্ধ রাখলে তবেই আমার সঙ্গে থাকবে। বারবার বলত, তোমার কথা কেউ বিশ্বাস করবে না। তোমার তো বছর বছর বর পরিবর্তন হয়, লোকে এমনই বলবে। সবাই বলবে, তুমি নাটক করছ।’

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.