বাগদেবীর আরাধনা, Ditipriya-র বাড়িতে হাজির গায়িকা Sohini Mukherjee

 বাড়িতে সরস্বতী পুজো করতে দেখা গেল 'রাণীমা'কে। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Feb 17, 2021, 01:34 PM IST
বাগদেবীর আরাধনা, Ditipriya-র বাড়িতে হাজির গায়িকা Sohini Mukherjee

নিজস্ব প্রতিবেদন : নিত্যদিনই শ্যুটিংয়ের ব্যস্ততা থাকে, তবে উৎসব-পার্বণে একটু ছুটি পেতেই সেলিব্রেট করতে ছাড়েন না কোনও তারকাই। মঙ্গলবার, সরস্বতী পুজো উপলক্ষে বাগদেবীর আরাধনায় মেতেছিলেন কমবেশি সব তারকাই। বাদ যাননি টেলিভিশনের 'রাণী রাসণি' দিতিপ্রিয়া রায়। নিজের বাড়িতে সরস্বতী পুজো করতে দেখা গিয়েছে 'রাণীমা'কে। 

বাড়িতে সরস্বতী পুজোর সেলিব্রেশনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন দিতিপ্রিয়া রায়। দিতিপ্রিয়ার ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা যাচ্ছে, তাঁর বাড়ির সরস্বতী প্রতিমা বাসন্তী রঙা শাড়ি ও ডাকের সাজের গয়নায় সেজেছেন। ফুল, মিষ্টি সহকারে পুজো করতে দেখা গিয়েছে পুরোহিতকে।

আরও পড়ুন-হাতেখড়ি হল ছোট্ট আদিদেভের, ছবি পোস্ট Sudipa-র

অন্যদিকে ইনস্টাগ্রামে সরস্বতী পুজোয় নিজের সাজগোজের ছবিও পোস্ট করেছেন দিতিপ্রিয়া। যেখানে ধূসর রঙের শাড়ি, এবং ডিজাইনার সাদা ব্লাউজে সেজে উঠতে দেখা গিয়েছে তাঁকে। ক্যাপশানে লিখেছেন, 'সরস্বতী পুজো ২০২১'।

আরও পড়ুন-SVF-র সরস্বতীর পুজোর অনুষ্ঠানে টলি তারকারা

দিতিপ্রিয়ার বাড়ির সরস্বতী পুজোতে হাজির হয়েছিলেন তাঁর গায়িকা বন্ধু সোহিনী মুখোপাধ্যায়। সেখানে সোহিনী সহ আরও বেশকিছু বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা দিতে দেখা গিয়েছে টেলিভিশনের 'রাণীমা'কে। সেই ছবি ফেসবুকে পোস্ট করে দিতিপ্রিয়াকে ট্যাগ করেছেন সোহিনী। আবার অভিনেত্রী ইনস্টাগ্রাম স্টোরিতেও উঠে এসেছে তার কিছু ছবি ও ভিডিয়ো। 

সরস্বতী পুজো ২০২১

Posted by Sohini Mukherjee on Tuesday, 16 February 2021

প্রসঙ্গত Zee বাংলার 'রাণী রাসমণি' ধারাবহিকের দৌলতে বেশ জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। আবার বড় পর্দাতেও অভিনয় করছেন দিতিপ্রিয়া। 'অভিযাত্রিক' ছবির মাধ্যমে বড় পর্দায় পা রেখেছেন অভিনেত্রী।  হিন্দি ছবি 'বব বিশ্বাস'এও কাজ করেছেন তিনি।

আরও পড়ুন-বাগদেবীর আরাধনায় Soham

.