স্মরণে বেগম আখতার

দীর্ঘ সাড়ে পাঁচ দশক তাঁর গলার জাদুতে আবিষ্ট ছিলেন ভারতীয় উপমহাদেশের শ্রোতাকূল। মৃত্যুর সাঁইত্রিশ বছর পরও ভারতীয় সঙ্গীত জগতের `হল অফ ফেম`-এ স্বমহিমায় ভাস্বর হয়ে আছে আখতারি বাঈ ফৈজাবাদী

Updated By: Oct 7, 2011, 03:50 PM IST

দীর্ঘ সাড়ে পাঁচ দশক তাঁর গলার জাদুতে আবিষ্ট ছিলেন ভারতীয় উপমহাদেশের শ্রোতাকূল। মৃত্যুর সাঁইত্রিশ বছর পরও ভারতীয় সঙ্গীত জগতের `হল অফ ফেম`-এ
স্বমহিমায় ভাস্বর হয়ে আছে আখতারি বাঈ ফৈজাবাদী। অবশ্য দেশবিদেশে ছড়িয়ে থাকা অগণিত ভক্তদের কাছে ভারতীয় গজল সম্রাজ্ঞী বেগম আখতার নামেই সমধিক পরিচিত। শুধু গজল নয়, দাদরা এবং ঠুমরি`তেও তাঁর মননশীল মুন্সীয়ানা চমত্‍কৃত করেছিল সঙ্গীতরসিকদের। মাত্র পনের বছর বয়সে অর্থের প্রয়োজনে জীবনের প্রথম স্টেজ পারফরম্যান্স! তারপর পিছনে তাকানোর দরকার পড়েনি। অচিরেই ডাক আসে বলিউড থেকে। মুমতাজ বেগম, জওয়ানি কা নেশা, কিং ফর আ ডে-র মতো ছবির গান মন জয় করে নেয় জনতার।স্বীকৃতি হিসেবে আসে পদ্মশ্রী, পদ্মভূষণ, সঙ্গীত নাটক আকাডেমি পুরস্কার। প্রয়াত `মল্লিকা-ই-ঘাজা`-র ৯৮ তম জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ ২৪ ঘণ্টার।

.