বিহারে নয়, সুশান্তের আত্মহত্যার ঘটনার তদন্ত হোক মুম্বইতে, শীর্ষ আদালতে আবেদন রিয়ার

সতীশ মানশিন্ডে লড়াই করছেন রিয়ার হয়ে 

Edited By: জয়িতা বসু | Updated By: Jul 29, 2020, 05:46 PM IST
বিহারে নয়, সুশান্তের আত্মহত্যার ঘটনার তদন্ত হোক মুম্বইতে, শীর্ষ আদালতে আবেদন রিয়ার
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন : ​পাটনার রাজীব নগর থানায় রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন সুশান্ত সিং রাজপুতের বাবা কে কে সিং। শারীর ভাল নেই। সেই কারণে মুম্বইতে গিয়ে লড়াই করতে পারবেন না। ফলে পাটনার রাজীব নগর থানায় অভিযোগ দায়ের করেন সুশান্তের বাবা। ওই এফআইআর দায়েরের পরপর বিহার পুলিসের ৪ জনের একটি দল মুম্বইতে হাজির হয়।

আরও পড়ুন : 'সত্যের জয় হবেই', রিয়ার বিরুদ্ধে এফআইআর দায়েরের পর মন্তব্য অঙ্কিতার

বিহার পুলিসের দলটি মুম্বইতে হাজির হওয়ার আগেই অর্ন্তবর্তী জামিনের আবেদন করেন রিয়া চক্রবর্তী। পাশাপাশি সুশান্তের মৃত্যুর তদন্ত যাতে বিহার থেকে মুম্বইতে নিয়ে আসা হয়, তার জন্য শীর্ষ আদালতের কাছে আবেদন করেন রিয়া চক্রবর্তী। রিয়ার আইনজীবী সতীশ মানশিন্ডে শীর্ষ আদালতের কাছে আবেদন করেছেন বলে খবর।

দেখুন...

 

এদিকে দুঁদে আইনজীবী সতীশ মানশিন্ডের সহকর্মী আনন্দিনি ফার্নান্ডেজকে মঙ্গলবার রাতে রিয়া চক্রবর্তীর মুম্বইয়ের বাড়ি থেকে বের হতে দেখা যায়। জানা য়ায়, রিয়ার মামলার জন্য সতীশ মানশিন্ডে ১০ লক্ষ করে পারিশ্রমিক নিচ্ছেন।

প্রসঙ্গত মহারাষ্ট্রের পালঘর হত্যাকাণ্ড, সঞ্জয় দত্তের মামলা, সলমন খানের মামলার মতো একাধিক হাই প্রোফাইল মামলার আইনজীবী হিসেবে লড়াই করেন এই সতীশ মানশিন্ডে।

.