Rituparna Sengupta: ঋতুপর্ণার নয়া চ্যালেঞ্জ! রহস্যজনকভাবে নিখোঁজ স্বামীকে খুঁজছেন ম্যাডাম সেনগুপ্ত...
Rituparna Sengupta: এবার এক নয়া অবতারে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। কলকাতায় এসে আচমকাই রহস্যজনকভাবে গায়েব হয়ে যান স্বামী। তাঁকে হন্যে হয়ে খুঁজছেন কার্টুনিস্ট। এই প্রথমবার কোনও সিনেমার ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হলেন অভিনেত্রী।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার কার্টুনিস্টের চরিত্রে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্ত(Rituparma Sengupta)। তবে সেই কার্টুনিস্টের গল্পে আচমকাই ঢুকে পড়ে রহস্য। কলকাতায় আচমকাই হারিয়ে যান তাঁর স্বামী। তাঁকে খুঁজতেই কিছুটা গোয়েন্দাই হয়ে ওঠেন ঋতুপর্ণার চরিত্রটি। তাহলে ফের আরেক গোয়েন্দার গল্প বলবে এই ছবি? এটি আসলে একটি মার্ডার মিস্ট্রি। ছবির নাম ‘ম্যাডাম সেনগুপ্ত’(Madam Sengupta)।
আরও পড়ুন- Shah Rukh Khan: ২৫ বছর পর ফের মণিরত্নমের ছবিতে শাহরুখ?
প্রথমবার পরিচালকের সায়ন্তন ঘোষালের সঙ্গে কাজ করতে চলেছেন অভিনেত্রী। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবির পোস্টার। ঋতুপর্ণা সেনগুপ্ত ছাড়াও এই ছবিতে বিশেষ কিছু চরিত্রে রয়েছেন, ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty), অনন্যা চট্টোপাধ্যায় (Ananya Chatterjee), দেবপ্রিয় মুখোপাধ্যায় (Debapriyo Mukherjee), সুহোত্র মুখোপাধ্যায় (Suhatra Mukherjee), পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandopadhyay), খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee), শান্তিলাল মুখোপাধ্যায় (Santilal Mukherjee), অম্বরীশ ভট্টচার্য্য (Ambarish Bhattacharya), সুপ্রিয় দত্ত (Supriyo Dutta) ।
‘ম্যাডাম সেনগুপ্ত’ ছবি প্রসঙ্গে ঋতুপর্ণা বলেন, 'ছবির নামটা ভীষণ আকর্ষণীয়। ছবিটি মূলত থ্রিলার। সায়ন্তন ভীষণ ভাল একজন পরিচালক। সায়ন্তনের সঙ্গে আমি এর আগে অ্যাড ফিল্মে কাজ করি। তারপরে ও আমায় একটা থ্রিলার শুনিয়েছিল। এই কাজটা করতে পারব ভেবেই ভাল লাগছে।' অন্যদিকে পরিচালক সায়ন্তন বলেন, ' ছবিটি একটা মার্ডার মিস্ট্রি। থ্রিলার থেকে শুরু করে অ্যাকশন.. সবই রয়েছে। ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্তকেই ম্যাডাম সেনগুপ্ত হিসেবে দেখা যাবে। সেইদিক থেকে আমার মনে হয় নামটা বেশ আকর্ষণীয়। আমরা টিম হিসেবে কাজ করতে চাই। আপাতত চিত্রনাট্য নিয়ে কাজ চলছে’।
শুধুমাত্র একটি ছবিই নয়, ম্যাডাম সেনগুপ্ত ফ্র্যাঞ্চাইজি বানাতে চান সায়ন্তন ও ঋতুপর্ণা। এই ছবির হাত ধরেই একটি নয়া প্রযোজনা সংস্থা নন্দী মুভিজের যাত্রা শুরু হল টলিউডে। নয়া প্রযোজনা সংস্থা ও নয়া ফ্রাঞ্চাইজি প্রসঙ্গে ঋতুপর্ণা বলেন, ‘নতুন প্রযোজনা সংস্থা নিয়ে এই কাজটা করতে পারব, আমি খুব আশাবাদী। নতুন এই প্রযোজনা সংস্থাও একটি থ্রিলার দিয়েই তাঁদের সফর শুরু করতে চেয়েছিলেন। এই দুটো মিলে যাওয়ার ফলে, এই কাজটা শুরু করি। এই ছবিটির ফ্রাঞ্চাইজি হওয়ার পরিকল্পনা রয়েছে। খুব বিশিষ্ট কিছু অভিনেতা-অভিনেত্রীরা রয়েছেন এখানে’।
আরও পড়ুন- Kangana Ranaut: ‘আমাকে গুলি করে দিতে চেয়েছিলেন বাবা’ বিস্ফোরক অভিযোগ কঙ্গনার...
পরিচালকের মতে, ‘প্রযোজনা সংস্থার কাছে আমি কৃতজ্ঞ যে এই ধরনের একটা কাজ করার জন্য ওঁরা আমায় সমর্থন করেছেন। ঋতুদির সঙ্গে যখন কথা হল, মনে হয়েছিল ওঁর কোনও ফ্রাঞ্চাইজি নেই। সেই ভাবনা থেকেই ওঁকে নিয়ে একটা ফ্রাঞ্চাইজির পরিকল্পনা। আশা করি সবার ভাল লাগবে।'
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)