Pankaj Tripathi: সড়ক দুর্ঘটনা! আহত বলি অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির বোন, নিহত ১

বলা হচ্ছে, পঙ্কজ ত্রিপাঠির বোন ও জামাইবাবু তার সুইফট গাড়িতে বিহারের গোপালগঞ্জ থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।  বিকেল ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে ঝাড়খণ্ডের ধানবাদের নিসারায় NH 19-এ তার গাড়ি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়।

Updated By: Apr 21, 2024, 07:36 PM IST
Pankaj Tripathi: সড়ক দুর্ঘটনা! আহত বলি অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির বোন, নিহত ১

অয়ন ঘোষাল: বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর বোন ও তাঁর স্বামী ধানবাদের নিসারায় সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পঙ্কজ ত্রিপাঠির শ্যালক রাজেশের। অন্যদিকে তাঁর বোন সবিতা তিওয়ারির অবস্থা গুরুতর। সবিতা তিওয়ারিকে ধানবাদের SNMMCH হাসপাতালে ভর্তি করা হয়েছে। যেখানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

বলা হচ্ছে, পঙ্কজ ত্রিপাঠির বোন ও জামাইবাবু তার সুইফট গাড়িতে বিহারের গোপালগঞ্জ থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।  বিকেল ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে ঝাড়খণ্ডের ধানবাদের নিসারায় NH 19-এ তার গাড়ি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়।

আরও পড়ুন: New Delhi: 'খুন' হয়ে গিয়েছে ছেলেমেয়ে, সন্দেহের তির বাবার দিকে! কিন্তু এ কী? বাবা-ই তো...

সংঘর্ষ এতটাই মারাত্মক ছিল যে গাড়িটি সামনের দিক থেকে দু’ভাগ হয়ে যায়।  ঘটনার পর স্থানীয় লোকজন দু’জনকে গাড়ি থেকে বের করে।  কিন্তু ততক্ষণে রাজেশ তিওয়ারির মৃত্যু হয়েছে। 

অন্যদিকে পঙ্কজ ত্রিপাঠীর বোন সবিতা তিওয়ারি মাথায় আঘাতের কারণে গুরুতর আহত হয়েছেন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় ধানবাদের SNMMCH হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

এখানকার চিকিৎসক দল তাঁর অবস্থা পর্যবেক্ষণ করছে। জানা গিয়েছে, রাজেশ তিওয়ারি নিজেই গাড়িটি চালাচ্ছিলেন।

আরও পড়ুন: Lok Sabha Election 2024: প্রথম দফার ভোট মিটতেই প্রয়াত বিজেপি প্রার্থী!

রাজেশ তিওয়ারি, ভারতীয় রেলে চাকরি করতেন এবং চিত্তরঞ্জনে পোস্টেড ছিলেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন যে তিনি নিজের গ্রাম থেকে চিত্তরঞ্জনে ফিরে যাওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

২০২৩ সালের আগস্টে, পঙ্কজ ত্রিপাঠি তার বাবাকে হারিয়েছিলেন। পঙ্কজ ত্রিপাঠী এবং তার পরিবারের পক্ষ থেকে একটি অফিসিয়াল বিবৃতিতে এই খবর জানানো হয়।

অন্যদিকে, কাজের ক্ষেত্রে, পঙ্কজ ত্রিপাঠীকে শেষ দেখা গিয়েছিল মার্ডার মুবারক ছবিতে। মার্ডার মুবারক ছবিতে সারা আলি খান, বিজয় ভার্মা, আদিত্য রায় কাপুর, কারিশমা কাপুর, ডিম্পল কাপাডিয়া, সঞ্জয় কাপুর, টিসকা চোপড়া, সুহেল নায়ার এবং কুনাল খেমু সহ অন্যান্য তারকা-খচিত কাস্ট রয়েছে। হোমি আদাজানিয়া পরিচালিত এবং দিনেশ ভিজান প্রযোজিত, মার্ডার মুবারক ১৫ মার্চ স্ট্রিমিং প্ল্যাটফর্ম Netflix-এ প্রিমিয়ার হয়েছিল।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.