ফিরে এলেন রবিন উইলিয়ামস, প্রাণ পেল সিনেমাপ্রেমীরা
রবিন উইলিয়ামস নামটা শুনলেই এক গাল অমায়িক হাসি মেশানো একটি মুখ চোখে ভাসে। স্রষ্টার মৃত্যু হলেও সৃষ্টির মৃত্যু হয় না। তাইতো আজও আপামর সিনেমাপ্রেমীর কাছে তিনি 'রবিনহুড' হয়ে বেঁচে আছেন।
ওয়েব ডেস্ক: রবিন উইলিয়ামস নামটা শুনলেই এক গাল অমায়িক হাসি মেশানো একটি মুখ চোখে ভাসে। স্রষ্টার মৃত্যু হলেও সৃষ্টির মৃত্যু হয় না। তাইতো আজও আপামর সিনেমাপ্রেমীর কাছে তিনি 'রবিনহুড' হয়ে বেঁচে আছেন।
তাঁর শেষ অভিনীত ছবির আত্মপ্রকাশ হওয়ার আগে এক ঝলক ইউটিউবে দেখা গেল রবিন উইলিয়ামসকে। বোলেভার্ড সিনেমার ট্রেলরে তাঁকে যেভাবে আমরা কাছে পেলাম, সত্যিই তিনি যেন এই পৃথিবী ছেড়ে কোনোদিনই চলে যাননি। ইউটিউবে প্রকাশ হওয়ার পর দু দিনে দশ লক্ষ লোক দেখেন রবিন উলিয়ামসের বোলেভার্ড ট্রেলর।
গত বছর ১১ অগাস্ট, ৬৩ বছর বয়সে চলে যান। জীবন তাঁকে ছেড়ে হয়ত যায়নি। তিনিই জীবনকে ছেড়ে চলে গিয়েছিলেন অনেক অভিমান নিয়ে। কিন্তু নতুনভাবে বোলেভার্ড সিনেমায় রবিন উলিয়ামসকে পাওয়ায় শোকস্তব্ধ সিনেমাপ্রেমীরা আনন্দে বিহ্বল হয়ে পড়েছেন। হওয়াটাই স্বাভাবিক। তিনি যে সবার 'ওয়ার্ল্ডস গ্রেটেস্ট ড্যাড'।