সারা, ইব্রাহিম, তৈমুর শুধু নয়, সইফের রয়েছে আরও এক মেয়ে!

একেবারে অন্য রকম লুকে দেখা যাচ্ছে সইফকে 

Edited By: জয়িতা বসু | Updated By: Jan 9, 2020, 04:16 PM IST
সারা, ইব্রাহিম, তৈমুর শুধু নয়, সইফের রয়েছে আরও এক মেয়ে!

নিজস্ব প্রতিবেদন: সারা (Sara Ali Khan), ইব্রাহিম কিংবা (Taimur Ali Khan) তৈমুর শুধু নয়, বছর ২১-এর আরও এক সন্তান রয়েছে (Saif Ali Khan) সইফ আলি খানের৷ শুধু তাই নয়, সইফের ২১ বছরের সেই মেয়ের মা নাকি তব্বু! কি অবাক হয়ে যাচ্ছেন শুনে? 

আরও পড়ুন : কিয়ারার সঙ্গে ঘনিষ্ঠ অক্ষয়, ভাইরাল হল ছবি
বিষয়টি খুলেই বলা যাক তাহলে৷ বৃহস্পতিবার মুক্তি পায় (Jawaani Jaaneman) 'জাওয়ানি জানেমন'-এর ট্রেলার৷ যেখানে সইফ আলি খান এবং তব্বুকে দেখা যাচ্ছে৷ সইফ এবং তব্বুর মেয়ের ভূমিকায় দেখা যাচ্ছে আলিয়া ফার্নিচারওয়ালাকে৷ সইফ এবং তব্বুর হাত ধরেই বলিউডে পা রাখছেন আলিয়া ফার্নিচারওয়ালা৷  প্রসঙ্গত, টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী পূজা বেদির মেয়ে হলেন আলিয়া ফার্নিচারওয়ালা৷

দেখুন ট্রেলার...

লাল সিং কাপ্তান মুক্তি পাওয়ার পর জাওয়ানি জানেমন-এ সইফ আলি খানের হালকা পুলকা অভিনয় দেখলে অবাক হয়ে যাবেন৷ তবে জাওয়ানি জানেমন-এর ট্রেলার দেখে সইফ আলি খানের 'ককটেল' এবং অক্ষয় কুমারের 'হে বেবি'-র কথা মনে পড়ে যাবে আপনার৷
জাওয়ানি জানেমন-এর ট্রেলার মুক্তি পাওয়ার পর সইফের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছেন নেটিজেনরা৷  নিজেকে নতুনভাবে তৈরি করে সইফ যে ফের অভিনয়ে ফিরে এসেছেন, অনেকেই এই মন্তব্য করতে শুরু করেন৷ 

.