কবে মুক্তি পাবে ‘টাইগার জিন্দা হ্যায়’-র ট্রেলার? তারিখ জেনে নিন

নিজস্ব প্রতিবেদন: সলমন খানের সিনেমা মানেই ভরপুর অ্যাকশন। আর পাশে যদি থাকেন তাঁর প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফ থাকেন, তাহলে তো ভরপুর কেমিস্ট্রি মাতাবে দর্শকদের। সলমন-ক্যাটরিনা জুটিকে দর্শকরা যেমন অনস্ক্রিনে পছন্দ করেন, তেমনই অফস্ক্রিনেও আলোচনার কেন্দ্রে থাকেন তাঁরা। তাঁদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক থাকুন বা না-ই থাকুন, কেমিস্ট্রি এখনও অটুট। আর শীত শুরুতেই সলমন-ক্যাটরিনা জুটির ভক্তদের জন্য দারুণ খুশির খবর।

বিজেপির পর পদ্মাবতীর মুক্তিতে কাঁটা কংগ্রেস!

২০১২ সালে মুক্তি পাওয়া সুপারহিট ছবি ‘এক থা টাইগার’-এর সিক্যুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’ নিয়ে আসছেন বলিউড ভাইজান। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির পোস্টার। যাতে শ্বাসরোধ করা লুকে দেখা যাচ্ছে ভাইজান এবং ক্যাটরিনা দু'জনকেই। চলতি বছরের ২২ ডিসেম্বর ছবির মুক্তি পাবে ছবিটি। তবে তার আগে ট্রেলার মুক্তি অপেক্ষা করছেন ভাইজান ভক্তরা। ট্রেড অ্যানালিস্ট এবং ফিল্ম সমালোচক তরণ আদর্শ টুইট করে জানিয়েছেন ছবির ট্রেলার মুক্তির দিন। দেখে নিন কবে মুক্তি পাবে ''টাইগার জিন্দা হ্যায়'-এর ট্রেলর ।

 

বাদশা কি সত্যি থাকছেন ‘ধুম ৪’-এ? জানুন সত্যিটা

English Title: 
Salman khan’s tiger zinda hai trailer release date out
News Source: 
Home Title: 

কবে মুক্তি পাবে ‘টাইগার জিন্দা হ্যায়’-র ট্রেলার? তারিখ জেনে নিন

কবে মুক্তি পাবে ‘টাইগার জিন্দা হ্যায়’-র ট্রেলার? তারিখ জেনে নিন
Yes
Is Blog?: 
No