দুবাইতে ছুটি কাটাচ্ছেন সলমন-লুলিয়া!!

দুবাইয়ে একসঙ্গে দেখা গেল সলমন খান আর লুলিয়া ভান্তুরকে। সম্ভবত তাঁরা একসঙ্গে ছুটি কাটাতে দুবাই গিয়েছিলেন। অনেকদিন ধরেই তাঁদের দুজনের মধ্যের সম্পর্ক নিয়ে জল্পনা চলছিল। যদিও সলমন বা লুলিয়া দুজনের কেউই তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খুলতে নারাজ। তবুও বারবার তাঁদেরকে নানান জায়গায় একসঙ্গে দেখা যাচ্ছে। কয়েকদিন আগেই বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলার সলমন খান তাঁর বিয়ের প্রসঙ্গে ইঙ্গিত করেছিলেন। বিয়ে করছেন কীনা তা নিয়ে পরিষ্কার করে হয়তো কিছু বলেননি, তবে বিয়েতে সায় আছে এমন ইঙ্গিত দিয়েছিলেন।

Updated By: Feb 26, 2016, 06:47 PM IST
দুবাইতে ছুটি কাটাচ্ছেন সলমন-লুলিয়া!!

ওয়েব ডেস্ক: দুবাইয়ে একসঙ্গে দেখা গেল সলমন খান আর লুলিয়া ভান্তুরকে। সম্ভবত তাঁরা একসঙ্গে ছুটি কাটাতে দুবাই গিয়েছিলেন। অনেকদিন ধরেই তাঁদের দুজনের মধ্যের সম্পর্ক নিয়ে জল্পনা চলছিল। যদিও সলমন বা লুলিয়া দুজনের কেউই তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খুলতে নারাজ। তবুও বারবার তাঁদেরকে নানান জায়গায় একসঙ্গে দেখা যাচ্ছে। কয়েকদিন আগেই বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলার সলমন খান তাঁর বিয়ের প্রসঙ্গে ইঙ্গিত করেছিলেন। বিয়ে করছেন কীনা তা নিয়ে পরিষ্কার করে হয়তো কিছু বলেননি, তবে বিয়েতে সায় আছে এমন ইঙ্গিত দিয়েছিলেন।

রোমানিয়ান টিভি প্রেজেন্টার লুলিয়া ভান্তুরকে বহুবারই সলমন ও তাঁর পরিবারের সঙ্গে দেখা গিয়েছে। এবারও তাঁদেরকে একসঙ্গে দুবাইয়ে দেখা গেল। এ কি নিছকই বন্ধুত্ব নাকি লুকিয়ে লুকিয়ে প্রেমই করছেন তাঁরা দুজনে? উত্তর জানার জন্য অধীর অপেক্ষায় তাঁর ফ্যানেরা।

.