সেলিম খানের দত্তক-কন্যা অর্পিতা, বোনই যেন 'জীবন' সলমনের

দাবাং থ্রি-র প্রমোশনের মাঝেই সময় বের করে অর্পিতার কাছে ছুটে যাচ্ছেন সলমন

Edited By: জয়িতা বসু | Updated By: Dec 17, 2019, 11:03 AM IST
সেলিম খানের দত্তক-কন্যা অর্পিতা, বোনই যেন 'জীবন' সলমনের

নিজস্ব প্রতিবেদন: বয়স ক্রমশ এগিয়ে চলেছে তাঁর। তবে বয়স যে তাঁর কাছে সংখ্যা মাত্র, তা বার বার প্রমাণ করে দিয়েছেন (Salman Khan) সলমন খান। এবার তাঁর ৫৪ বছরের জন্মদিনে বলিউড তারকা কি করতে চলেছেন জানেন!

আরও পড়ুন : প্রথম বিয়ে ভাঙলেও পলক রয়েছে কাছে, মেয়েকে নিয়ে মুখ খুললেন শ্বেতা
মিস মালিনি ডট কমের খবর অনুযায়ী, এবার ৫৪ বছরের জন্মদিন নাকি বোন (Arpita Khan Sharma) অর্পিতা খান শর্মার সঙ্গে কাটাবেন সলমন খান। অর্থাত, জন্মদিনে এবার কোনও পরিকল্পনা নেই সলমন খানের। 
এ বিষয়ে (Bollywood) বলিউড তারকা বলেন, তাঁর বোন অন্তঃসত্ত্বা। এবার তাই অন্তঃসত্ত্বা বোনের সঙ্গেই জন্মদিন কাটাবেন। অর্তাত, অর্পিতা খান শর্মার সঙ্গে এবার (Birthday) জন্মদিনের মুহূর্ত কাটাবেন বলে জানান সলমন।

আরও পড়ুন : মাঝ রাস্তায় বাণী কাপুরের গাড়ি আটকে দিলেন বাইক চালক, দেখুন ভিডিয়ো
প্রসঙ্গত, আয়ূষ শর্মার সঙ্গে বিয়ের পর বছর ঘুরতে না ঘুরতে ছোট্ট আহিল আসে অর্পিতার জবীনে। আহিলের জন্মের পর এবার দ্বিতীয়বারের জন্য মা হচ্ছেন সলমনের বোন।
এদিকে বর্তমানে (Dabangg 3) দাবাং থ্রি-র প্রমোশনে ব্যস্ত সলমন খান। এই সিনেমায় সলমন খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন সোনাক্ষী সিনহা, কিচা সুদীপ এবং সাই মঞ্জরেকর। দাবাং থ্রি-র মুক্তির পর রাধে-র শ্যুটিং শুরু করবেন সলমন খান। 

 

.