অভিনয় ছেড়ে স্টেশন মাস্টারের কাজ শুরু করলেন সলমন?

নিজস্ব প্রতিবেদন: মাথায় টুপি। স্টেশন মাস্টারের পোশাক পরে ট্রেনের কেবিনে বসে রয়েছেন সলমন খান। কী ভাবছেন নতুন কোনও ছবির দৃশ্য? নাহ, স্টেশন মাস্টারের চরিত্রে আপাতত কোনও ছবিই করছেন না 'ভাইজান'। তবে কি শেষমেষ অভিনয় ছেড়ে স্টেশন মাস্টারের কাজ শুরু করলেন তিনি? ঘাবড়াবেন না, 'বিগ বস' সিজন ১৩-এর প্রোমোর শ্যুটিংয়ের জন্যই সলমনের এই নতুন রূপ ।

আরও পড়ুন : বয়সে বড় মহিলার সঙ্গে সম্পর্ক রণবীর সিংয়ের?

কয়েকদিনের মধ্যে শুরু হতে চলেছে জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস' ১৩। অন্যবারের মতো এবারেও এই টক শোয়ে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে সলমনকে। ইতিমধ্যেই বিগ বসের ৪টি প্রোমো শ্যুট করে ফেলেছেন সলমন। তার মধ্যেই একটিতে স্টেশন মাস্টারের ভূমিকায় দেখা যাবে সল্লু মিঞাকে। রিপোর্টে প্রকাশ, প্রোমোতে একটি ট্রেনের কেবিনে বসে সিজনের বিষয়বস্তু বোঝাবেন তিনি। 

আরও পড়ুন : সমুদ্র সৈকতে নাচছেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী, দেখুন

বিগ বস ১৩-তে আদিত্য নারায়ণ, মুগ্ধা গডসে, চাঙ্কি পান্ডের মতো একাধিক জনপ্রিয় সেলেবকে দেখা যাবে বলে শোনা যাচ্ছে। প্রসঙ্গত চলতি বছর সেপ্টেম্বরের শেষে শুরু হতে চলেছে 'বিগ বস'-এর ১৩ নম্বর সিজন।   

English Title: 
Salman Khan Turns Station Master For Bigg Boss 13 This Year
News Source: 
Home Title: 

অভিনয় ছেড়ে স্টেশন মাস্টারের কাজ শুরু করলেন সলমন?

অভিনয় ছেড়ে স্টেশন মাস্টারের কাজ শুরু করলেন সলমন?
Yes
Is Blog?: 
No