Meta Policy Changes: বাহ, মার্ক! মেয়েরা বাড়িতে 'রাখার জিনিস'...ফেসবুকে এবার এসবও বলা যাবে?
Mark Zuckerbrg: মার্ক জুকারবার্গ মেটাতে নিয়ে এসেছেন নতুন গাইডলাইন। এই সিদ্ধান্ত ঘোষণার পরই শুরু হয়ে গিয়েছে তুমুল সমালোচনা। মেটা একটি গুরুত্বপূর্ণ নীতি পরিবর্তন করেছে। যেখানে মেটা এখন অনুমতি দিচ্ছে যে, লিঙ্গ বা সেক্সুয়াল অরিয়েনটেশনকে যে মানসিক অসুস্থতা বা অস্বাভাবিক বলতে বাধা দেওয়া হত, তা এখন থেকে বলা যাবে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি মেটা তাদের কিছু নতুন উল্লেখযোগ্য পরিবর্তন ঘোষণা করেছে। যার মধ্যে- ফ্যাক্ট-চেকিং এবং অভিবাসন, লিঙ্গ পরিচয়, এবং লিঙ্গ সম্পর্কে আলোচনার উপর বিধিনিষেধ তুলে নেওয়া হবে। মার্ক জুকারবার্গের এই সিদ্ধান্ত ঘোষণার পরই শুরু হয়ে গিয়েছে তুমুল সমালোচনা।
মেটার নতুন চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপলান জানিয়েছেন, যে জিনিসগুলি টিভিতে বলা যেতে পারে। সেটি আমাদের প্ল্যাটফর্মে বলা যেতে পারে না। মেটার সিইও মার্ক জুকারবার্গ একটি ভিডিয়োতে বলেছেন, বর্তমান নিয়মগুলি 'মূলধারার চিন্তাভাবনার সঙ্গে কোনও যোগ নেই।'
ঘোষণার পাশাপাশি, মেটা তার কমিউনিটি গাইডলাইনেও বিপুল পরিবর্তন এনেছে। যেটা ইনস্টাগ্রাম, থ্রেড এবং ফেসবুক-সহ প্ল্যাটফর্মগুলিতে জানিয়ে দেওয়া হবে, কোন কোন বিষয়গুলি নিষিদ্ধ। এইসবের মধ্যে উল্লেখ্যযোগ্য পরিবর্তন 'বিদ্বেষপূর্ণ আচরণ' নীতি। বিশেষ করে অভিবাসন এবং লিঙ্গ নিয়ে আলোচনার বিষয়ে।
আরও পড়ুন:Heavy Snowfall: ঠিক যেন স্বর্গ! নতুন বছরে বরফের চাদরে ঢাকা সান্দাকফু...
তাজ্জব করা বিষয় হল, মেটা একটি গুরুত্বপূর্ণ নীতি পরিবর্তন করেছে। যেখানে মেটা এখন অনুমতি দিচ্ছে যে, লিঙ্গ বা সেক্সুয়াল অরিয়েনটেশনকে যে মানসিক অসুস্থতা বা অস্বাভাবিক বলতে বাধা দেওয়া হত, তা এখন থেকে বলা যাবে। শুধু তাই নয়, LGBTQ+ সম্প্রদায় নিয়ে যে রাজনৈতিক এবং ধর্মীয় বিতর্ক চলছে, সেই আবহেই মেটা তাদের ক্ষেত্রে 'অদ্ভূত' শব্দ ব্যবহার করার অনুমতি দিচ্ছে। এর পাশাপাশি ট্রান্সজেন্ডার এবং সমপ্রেমীদের ক্ষেত্রে মেটা তাদের মানসিকভাবে অসুস্থ বলারও অনুমতি প্রদান করবে। মেটার মুখপাত্র কোরি চ্যাম্বলিস নিউজ ওয়েবসাইট ওয়্যারডকে নিশ্চিত করেছেন যে এই শিথিল বিধিনিষেধগুলি বিশ্বব্যাপী প্রযোজ্য হবে।
এখানেই শেষ নয়, মেটা উল্লেখযোগ্যভাবে মহিলাদের 'গৃহস্থালীর বস্তু, সম্পত্তি বা সাধারণ বস্তু' বলার নিষেধাজ্ঞা নিজেদের নীতি থেকে তুলে নিয়েছে। যার মানে দাঁড়াচ্ছে, এরপরে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে মহিলাদের বাড়িতে 'রাখার জিনিস' বলে সম্বোধন করা যাবে।
প্রসঙ্গত, ফেসবুক ও ইনস্টাগ্রামে আর থাকছে না ফ্যাক্ট চেকার। সামাজিক মাধ্যমগুলোর মাদার কোম্পানি মেটার পক্ষ থেকে আসে এ ঘোষণা। তথ্যের সত্যতা যাচাইয়ের যে কাজটি ফ্যাক্ট চেকাররা করত, সেটি এখন ব্যবহারকারীরা ‘কমিউনিটি নোটের’ মাধ্যমে করবেন। যা অনেকটা ইলন মাস্কের এক্সের মতো। যুক্তরাষ্ট্র থেকে মঙ্গলবার (৭ জানুয়ারি) জাকারবার্গ এক ভিডিও বার্তায় এ তথ্য জানান।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)