Samantha Ruth Prabhu: স্বাস্থ্য নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য সামান্থার! সমালোচনার মুখে দক্ষিণী নায়িকা...
Samantha Ruth Prabhu: দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর একটি স্বাস্থ্য সংক্রান্ত পডকাস্ট হোস্ট করেন। শোটি ছিল 'লিভার ডিটক্সিং' সম্পর্কে। সেই পডকাস্টটি দেখা মাত্রই অভিনেত্রীকে কটাক্ষের শিকার হতে হয়। ফ্যানেরা তাঁকে নিয়ে অভিযোগ তুলেছে যে, তিনি লিভার ডিটক্সিং সম্পর্কে ফ্যানেদের বিভ্রান্ত করছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর (Samantha Ruth Prabhu) একটি স্বাস্থ্য সংক্রান্ত পডকাস্ট হোস্ট করেন। শোটি ছিল 'লিভার ডিটক্সিং' সম্পর্কে। সেই পডকাস্টটি দেখা মাত্রই অভিনেত্রীকে কটাক্ষের শিকার হতে হয়। ফ্যানেরা তাঁকে নিয়ে অভিযোগ তুলেছে যে, তিনি লিভার ডিটক্সিং সম্পর্কে ফ্যানেদের বিভ্রান্ত করছে।
ভিডিয়োতে সামান্থা এবং তাঁর অতিথিকে লিভারের স্বাস্থ্য নিয়ে আলোচনা করতে দেখা গিয়েছে। এবং কীভাবে ড্যান্ডেলিয়ন খেলে লিভারের উপর সুবিধা প্রদান করতে পারে। এই ভিডিয়োটি দেখেই একজন লিভার বিশেষজ্ঞ ডাক্তার সামান্থার কথায় নিন্দা প্রকাশ করেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট লিখে শেয়ার করেন। তিনি লেখেন, 'সামান্থা রুথ প্রভু, একজন চলচ্চিত্র তারকা। তাঁর ইনস্টাগ্রামে প্রায় ৩৩ মিলিয়নেরও বেশি ফলোয়ার। কিন্তু তিনি তাঁর অনুরাগীদের 'লিভার ডিটক্সিং' নিয়ে বিভ্রান্তিকর এবং ভুল তথ্য দিচ্ছেন৷ পডকাস্ট একজন অশিক্ষিত য়েলনেস কোচ এবং পারফরম্যান্স নিউট্রিশনিস্ট এসেছেন, যার মানবদেহ কীভাবে কাজ করে তার কোনও ধারণা নেই।'
আরও পড়ুন: Jeetu Kamal Wedding: বিচ্ছেদ ভুলে ফের বিয়ের পিঁড়িতে জীতু?
তিনি আরও লেখেন, 'ওঁনার ইনস্টাগ্রামে বাজে কনটেন্টে ভর্তি। যেখানে অটোইমিউন ডিসঅর্ডার পরিচালনা করার জন্য ভেষজ পদ্ধতি ভুল এবং বাজে কথা রয়েছে। এই ওয়েলনেস কোচ এমনকি একজন মেডিক্যাল ব্যক্তি নয়। এবং সম্ভবত লিভারের কার্যকারিতা সম্পর্কে কোনও ধারণা নেই।'
This is Samantha Ruth Prabhu, a film star, misleading and misinforming over 33 million followers on "detoxing the liver."
The podcast feature some random health illiterate "Wellness Coach & Performance Nutritionist" who has absolutely no clue how the human body works and has the… pic.twitter.com/oChSDhIbu2
— TheLiverDoc (@theliverdr) March 10, 2024
লিভার ডক আরও দাবি করে বলেছেন, 'লিভারের স্বাস্থ্যের উন্নতির জন্য সেরা ভেষজ হল ড্যান্ডেলিয়ন। আমি একজন লিভার ডাক্তার, একজন প্রশিক্ষিত এবং নিবন্ধিত হেপাটোলজিস্ট এক দশক ধরে লিভারের রোগের রোগীদের নির্ণয় ও চিকিৎসা করছেন এবং সম্পূর্ণ বিএস।'
মায়োসাইটিস একটি অটোইমিউন রোগে আক্রান্ত হয়েছিলেন সামান্থা। যার ফলে অভিনয় থেকে বেশ কিছুটা সময়ের জন্য বিরতি নিয়েছিলেন। অভিনেত্রীকে শেষবার ২০২৩ সালে দেব মোহনের সঙ্গে শকুন্তলম এবং বিজয় দেবকোন্ডার সঙ্গে কুশিতে দেখা গিয়েছিল। সামান্থাকে পরবর্তীতে ওয়েব সিরিজ সিটাডেলে দেখা যাবে, যেখানে তিনি বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের সঙ্গে অভিনয় করেছেন। রাজ এবং ডিকে এই ওয়েব শোটি পরিচালনা করেছেন, এবং এই ওয়েব সিরিজ ২০২৪ সালে মুক্তি পাওয়ার জন্য একেবারে প্রস্তুত।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)