৪৫০ টাকা পারিশ্রমিক পকেটে নিয়ে জেল ছাড়লেন 'মুন্না ভাই'

তিনি বলিউড স্টার। এমনটাই জানে গোটা বিশ্ব। সিনেপ্রেমীদের কাছে তাঁর পরিচিতি, তিনি মুন্না ভাই MBBS। কিন্তু জেলে তাঁর পরিচয় কী? গারদে সঞ্জয় দত্ত ছিলেন একজন পেশাদার শ্রমিক, যার প্রতিনিয়ত রোজগার ছিল ৫০ টাকা। পুনের সেন্ট্রাল জেলে কাগজের ঠোঙা বানাতেন সঞ্জয় দত্ত। জেলে ঠোঙা বানিয়ে সঞ্জয় দত্তের মোট সঞ্চয় ৩৮ হাজার টাকা। কিন্তু দৈনন্দিন কাজে প্রায় গোটা সঞ্চয়ই ব্যয় করে ফেলেছেন সঞ্জয়। জেল থেকে যখন ছাড়া পেলেন, 'সঞ্জু বাবা'র পকেটে তখন মাত্র ৪৫০ টাকা।

Updated By: Feb 24, 2016, 10:00 AM IST
৪৫০ টাকা পারিশ্রমিক পকেটে নিয়ে জেল ছাড়লেন 'মুন্না ভাই'

ওয়েব ডেস্ক: তিনি বলিউড স্টার। এমনটাই জানে গোটা বিশ্ব। সিনেপ্রেমীদের কাছে তাঁর পরিচিতি, তিনি মুন্না ভাই MBBS। কিন্তু জেলে তাঁর পরিচয় কী? গারদে সঞ্জয় দত্ত ছিলেন একজন পেশাদার শ্রমিক, যার প্রতিনিয়ত রোজগার ছিল ৫০ টাকা। পুনের সেন্ট্রাল জেলে কাগজের ঠোঙা বানাতেন সঞ্জয় দত্ত। জেলে ঠোঙা বানিয়ে সঞ্জয় দত্তের মোট সঞ্চয় ৩৮ হাজার টাকা। কিন্তু দৈনন্দিন কাজে প্রায় গোটা সঞ্চয়ই ব্যয় করে ফেলেছেন সঞ্জয়। জেল থেকে যখন ছাড়া পেলেন, 'সঞ্জু বাবা'র পকেটে তখন মাত্র ৪৫০ টাকা।

১৯৯৩ সালে মুম্বই হামলায় জড়িত থাকার অভিযোগে তাঁকে দোষী প্রমাণিত করে আদালত। এরপর কারাবাসের শাস্তি দেওয়া হয় তাঁকে। অস্ত্র আইনেও অভিযুক্ত ছিলেন ৫৬ বছর বয়সী বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত।

.