'অভিনেত্রী নন, ওডিশি নৃত্যশিল্পী', নাচের প্রশিক্ষণের ভিডিয়ো পোস্ট সারা আলি খানের

 'ওডিশি' হল ভারতীয় ধ্রুপদী নৃত্যকলার একটি অন্যতন নৃত্যশৈলী।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Apr 2, 2020, 04:13 PM IST
'অভিনেত্রী নন, ওডিশি নৃত্যশিল্পী', নাচের প্রশিক্ষণের ভিডিয়ো পোস্ট সারা আলি খানের

নিজস্ব প্রতিবেদন : একটানা কোনওরকম বিরতি ছাড়াই নেচে চলেছেন সারা আলি খান। ১ এপ্রিল উৎকলা দিবস (ওডিশা দিবস) উপলক্ষে নিজের ওডিশি নাচের একটি ভিডিয়োটি শেয়ার করেছেন সারা। 'ওডিশি' হল ভারতীয় ধ্রুপদী নৃত্যকলার একটি অন্যতন নৃত্যশৈলী।

সারা যে ভিডিয়োটি পোস্ট করেছেন সেটি অবশ্য সাম্প্রতিক কালের নয়। এটি তাঁর নাচ শেখার সময় কালের একটি ভিডিয়ো। নাচের ক্লাসেই ভিডিয়োটি ক্যামেরাবন্দি করা হয়েছিল। সেটিই পোস্ট করেছেন সইফ-অমৃতা কন্যা সারা।

আরও পড়ুন-'আর্থিক সাহায্য পেলে সংসারটা বেঁচে যেত', বললেন রতন কাহার

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

সারার এই ভিডিয়োটি দেখে অনেকেই তাঁর প্রশংসা করেছে।

প্রসঙ্গত, ১ এপ্রিল দিনটি ওডিশা দিবস বা উৎকল দিবস হিসাবে পালন করে ওডিশাবাসী। কারণ, ১৯৩৬ সালের এই ১ এপ্রিল বিহার ও বাংলা থেকে থেকে আলাদা হয়ে নতুন রাজ্য ওডিশা গঠিত হয়।

আরও পড়ুন-বড়লোকের বিটি লো'র মতো গান যিনি সৃষ্টি করতে পারেন, তিনি মহান শিল্পী : বাদশা

.