ঋতুপর্ণা সেনগুপ্তের বাড়ির সরস্বতী পুজোয় 'ভালোবাসার বাড়ি'র সদস্যরা

ঋতুপর্ণার কথায়, এবছরের সরস্বতী পুজো তাঁর কাছে ভীষণ স্পেশাল। অভিনেত্রী বলেন, সরস্বতী পুজোর দিনটা বাঙালির ভালোবাসার দিন বলা হয়। আর এদিন তাঁর বাড়ির পুজোয় হাজির হয়েছেন  'ভালোবাসার বাড়ি'র সদস্যরা।

Updated By: Jan 22, 2018, 07:12 PM IST
ঋতুপর্ণা সেনগুপ্তের বাড়ির সরস্বতী পুজোয় 'ভালোবাসার বাড়ি'র সদস্যরা

নিজস্ব প্রতিবেদন : অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর লেকগার্ডেন্সের বাড়িতে আয়োজিত হল সরস্বতী পুজো। মহা ধুমধামের সঙ্গেই হল সেই পুজোয়। আমন্ত্রিত ছিলেন ঋতুপর্ণার আগামী ছবি 'ভালোবাসার বাড়ি'র সদস্যরা। ছিলেন পরিচালক তরুণ মজুমদার ও সঙ্গীতশিল্পী জয়তী চক্রবর্তী সহ আরও অনেকে। ঋতুপর্ণার কথায়, এবছরের সরস্বতী পুজো তাঁর কাছে ভীষণ স্পেশাল। অভিনেত্রী বলেন, সরস্বতী পুজোর দিনটা বাঙালির ভালোবাসার দিন বলা হয়। আর এদিন তাঁর বাড়ির পুজোয় হাজির হয়েছেন  'ভালোবাসার বাড়ি'র সদস্যরা।

প্রসঙ্গত তাঁর আগামী ছবি  'ভালোবাসার বাড়ি'র মুক্তি পাচ্ছে এবছর ৯ ফেব্রুয়ারি।

অন্যদিকে, সোমবার সরস্বতী পুজো উপলক্ষে সোশ্যাল সাইটে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন টালিগঞ্জের অন্যান্য অভিনেতা অভিনেত্রীরাও।

.