'সেকশন ৩৭৫' : আদালতে মুখোমুখি লড়াইয়ে অক্ষয়, রিচা
ভারতীয় দণ্ডবিধির ৩৭৫ ধারার বেশ কিছু বিষয় উঠে এসেছে এই ছবির টিজারে
নিজস্ব প্রতিবেদন: প্রকাশ্যে এল রিচা চাড্ডা ও অক্ষয় খান্না অভিনীত 'সেকশন ৩৭৫'-এর টিজার। ভারতীয় দণ্ডবিধির ৩৭৫ ধারার বেশ কিছু বিষয় উঠে এসেছে এই ছবির টিজারে। প্রসঙ্গত দেশে ঘটে যাওয়া ধর্ষণের কয়েকটি সত্যি ঘটনাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে এই ছবি।
ছবিতে অক্ষয় খান্না ও রিচা চাড্ডাকে দেখা যাবে আইনজীবীর চরিত্রে। স্বল্প সময়ের টিজারে ভারতে ধর্ষণের ঘটনার বিচারব্যবস্থা সম্বন্ধে বেশ কিছু আশঙ্কাজনক তথ্য উঠে এসেছে। টিজারে দুই অভিনেতার মুখ থেকেই জানা গিয়েছে, ভারতে ধর্ষণের হার প্রায় ১.৮। যা বেশ আশঙ্কাজনক। সবচেয়ে ভয়াবহ বিষয়, এসবের মধ্যে মাত্র ২৫ শতাংশ মামলায় সঠিক বিচার পাওয়া যায়। ফলে বাকি ৭৫ শতাংশ অভিযুক্ত কি বিনা বিচারে ছাড়া পেয়ে যায় বলে প্রশ্ন তোলা হয় সিনেমার টিজারে। এরপর আরও প্রশ্ন তোলা হয়, ধর্ষণে অভিযুক্ত একজন কি সত্যিই বিনা বিচারে ছাড়া পেতে পারে?
আরও পড়ুন: সিনেমার শুটিং করতে গোটা বিশ্ব আসবে কাশ্মীরে, বললেন প্রধানমন্ত্রী মোদী
আরও পড়ুন: কাশ্মীরে ৩৭০ বিলোপের বিরুদ্ধে মুখ খুললেন সাকিব, পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার নিদান নেটিজেনদের
ছবির পরিচালনা করছেন অজয় বহেল। অক্ষয় খান্না ও রিচা চাড্ডার পাশাপাশি অই সিনেমায় দেখা যাবে রাহুল ভাট ও মীরা চোপড়াকে। আগামী ১৩ সেপ্টেম্বর মুক্তি পাবে 'সেকশন ৩৭৫'।