Shah Rukh Khan: ভাইরাল ‘জওয়ান’ প্রিভিউয়ে ‘বেকরার করকে’ নাচ, কোরিওগ্রাফার কি স্বয়ং শাহরুখ?
Jawan Prevue: শাহরুখে মুগ্ধ গোটা নেটপাড়া। ইতোমধ্যেই ভাইরাল হয়েছে তাঁর আগামী ছবির টিজার। টিজার দেখে আর পাঁচজনের মতো মুগ্ধ সলমান খানও। তার মধ্যে থেকে ভাইরাল একটি বিশেষ দৃশ্য। সেই দৃশ্যে দেখা যাচ্ছে হেমন্ত মুখোপাধ্যায়ের গানে নাচছেন শাহরুখ। কিন্তু কে করল সেই কোরিওগ্রাফি?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রিলিজের পর থেকে সোশ্যাল মিডিয়ায়(Social Media) ঝড় তুলেছে শাহরুখ খানের(Shah Rukh Khan) ‘জওয়ান প্রিভিউ’(Jawan Prevue)। রিলিজের ২৪ ঘণ্টায় ইন্টারনেটে জওয়ানের টিজার দেখে ফেলেছে ১১২ মিলিয়ন দর্শক। এ যাবৎ অনলাইনে আদিপুরুষের ট্রেলারের জিম্মায় ছিল সবচেয়ে বেশি ভিউ। ২৪ ঘণ্টায় সেই রেকর্ড ভেঙে ফেলেছেন কিং খান। প্রথমদিন থেকেই আক্ষরিক অর্থেই ইন্টারনেটে আগুনের মতো ছড়িয়ে পড়ে জওয়ানের প্রিভিউ। টিজারে যে লুকে ধরা দেন শাহরুখ, তা দেখে ছিটকে যায় দর্শক। বিশেষ করে একটি দৃশ্যে কার্যত ফ্যানেদের মাত করেছেন শাহরুখ।
মাথা পুরো টাক, এ কোন শাহরুখ! কার্যত হতবাক সকলেই। তবে এর চেয়েও বেশি চমকপ্রদ ছিল মেট্রোতে তাঁর নাচ। মেট্রোর মধ্যে আইকনিক ‘বেকরার করকে হামে ইউ না যাইয়ে’ গানে নাচছিলেন শাহরুখ। প্রিভিউয়ের ঐ অংশই ছড়িয়ে পড়ে আগুনের মতো। তা নিয়েই শুরু হয় তুমুল চর্চ্চা। ১৯৬২ সালের ছবি ‘বিশ সাল বাদ’-এ ‘বেকারার করকে হামে ইউ না যাইয়ে’ গানটি গেয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। জানা যায় এই গানটি ব্যবহারের আইডিয়া মাথায় এসেছিল পরিচালক অ্যাটলির। একটি মেট্রো হাইজ্যাক করে তার ভেতর নাচছে ভিলেন শাহরুখ। তবে সবাই জানতে চায়, এই অদ্ভুত কোরিওগ্রাফি আদতে করল কে?
জওয়ান প্রিভিউ মুক্তির পরেই টুইটারে #AskSRK সেশন করেন শাহরুখ খান। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়, ‘জওয়ানের প্রিভিউতে আপনার প্রিয় মুহূর্ত কী? আর বেকারার করকে হামে ইউ না যাইয়ে-র ব্যাপারে কিছু বলুন।’ উত্তরে শাহরুখ লেখেন, ‘গানটা অ্যাটলির আইডিয়া। আমারও দারুণ লাগে নাচ সমেত সব কিছু মিলিয়ে। আলাদাই একটা ম্যাজিক।’ এতো গেল আইডিয়ার কথা। এবার সামনে এল নয়া তথ্য। জানা যাচ্ছে এই গানে শাহরুখ যেটা নাচছেন যা সকলেরই মনে ধরেছে, তা আসলে শাহরুখ নিজেই কোরিওগ্রাফি করেছেন।
প্রসঙ্গত, অ্যাকশন থ্রিলার এই ছবির গল্প ও ছবির পরিচালকের আসনে অ্যাটলি। শাহরুখ ছাড়াও এই ছবিতে অন্যতম মুখ্য চরিত্রে দেখা যাবে বিজয় সেতুপতি, নয়নতারা, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি ও দীপিকা পাড়ুকোন। দ্বৈত চরিত্রে দেখা যাবে শাহরুখকে। একদিকে তিনি পুলিস অফিসার তো অন্যদিকে চোর। ছবির মিউজিকের দায়িত্বে অনিরুদ্ধ রবিচন্দ্র। এই ছবির হাত ধরেই বলিউডে ডেবিউ করছেন নয়নতারা। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’।
ইংরেজিতে মাস্টার্স, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার ছাত্রী। বিনোদনের খবর করা নেহাত বিনোদন নয়, গত ১৪ বছরের সাংবাদিক জীবনে তা প্রতিষ্ঠা করেছেন।তারকাদের প্রশ্ন করাতেই সাবলীল। ভোট কভারেজ থেকে দেশ-বিদেশের সব রকমের খবর, ফিল্ড রিপোর্টিং থেকে ভয়েস ওভার, কপি লেখা থেকে ইভেন্ট-- সর্বমুখিন, সর্বত্রগামী।
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.