প্র্যাঙ্কের শিকার হয়ে সঞ্চালকের ওপর চটলেন কিং খান

আরব দেশের টেলিভিশন শো-তে গিয়ে প্র্যাঙ্কের শিকার বলিউডের বাদশা শাহরুখ খান। মরুভূমিতে হঠাৎ গডজিলার মুখোমুখি কিং খান। রিয়েল লাইফে তাঁকে দেখে সবাই ভয় পেলেও এখানে কিন্তু নিজেই ভয়ে জবুথবু হয়েছেন 'ডন'। পরে যখন বুঝতে পেরছেন তাঁর সঙ্গে প্র্যাঙ্ক করা হয়েছে, বেজায় চটেন শাহরুখ। এতটাই রেগে যান যে আরব দেশের ওই টেলিভিশন শোয়ের সঞ্চালকের ওপর তেড়ে যান এবং তাঁর ওপর মারমুখীও হন শাহরুখ। পরে অবশ্য পরিস্থিতি সামাল দিতে অনুষ্ঠানের সঞ্চালক শাহরুখের পা পর্যন্ত ধরেন। এই গোটা ঘটনাই ক্যামেরাবন্দি করা হয়েছে এবং তা ইউটিউবের মাধ্যমে প্রচার হতেই তা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। দেখুন সেই ভিডিও-

Updated By: Jun 5, 2017, 09:44 PM IST
প্র্যাঙ্কের শিকার হয়ে সঞ্চালকের ওপর চটলেন কিং খান

ওয়েব ডেস্ক: আরব দেশের টেলিভিশন শো-তে গিয়ে প্র্যাঙ্কের শিকার বলিউডের বাদশা শাহরুখ খান। মরুভূমিতে হঠাৎ গডজিলার মুখোমুখি কিং খান। রিয়েল লাইফে তাঁকে দেখে সবাই ভয় পেলেও এখানে কিন্তু নিজেই ভয়ে জবুথবু হয়েছেন 'ডন'। পরে যখন বুঝতে পেরছেন তাঁর সঙ্গে প্র্যাঙ্ক করা হয়েছে, বেজায় চটেন শাহরুখ। এতটাই রেগে যান যে আরব দেশের ওই টেলিভিশন শোয়ের সঞ্চালকের ওপর তেড়ে যান এবং তাঁর ওপর মারমুখীও হন শাহরুখ। পরে অবশ্য পরিস্থিতি সামাল দিতে অনুষ্ঠানের সঞ্চালক শাহরুখের পা পর্যন্ত ধরেন। এই গোটা ঘটনাই ক্যামেরাবন্দি করা হয়েছে এবং তা ইউটিউবের মাধ্যমে প্রচার হতেই তা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। দেখুন সেই ভিডিও-

 

.