Watch| Shah Rukh Khan in KIFF 2022: 'পাঠান' বয়কটের ডাক! KIFF-র মঞ্চ থেকে জবাব শাহরুখের

Shah Rukh Khan in KIFF 2022: শাহরুখ প্রথমেই বলেন, ‘আমি দিদিকে কথা দিয়েছিলাম, যখনই কলকাতায় আসব, বাংলায় কথা বলার চেষ্টা করব। আজ আমি রানি মুখোপাধ্যায়কে আমার নিশানা করেছি। ওকে ফাঁসিয়ে আমি আমার বাংলা বক্তৃতা লিখিয়েছি। যদি ভালো বলি আমায় বাহবা দেবেন আর যদি ভুল বলি তাহলে এটা রানির ভুল’। 

Edited By: সৌমিতা মুখার্জি | Updated By: Dec 15, 2022, 10:14 PM IST
Watch| Shah Rukh Khan in KIFF 2022: 'পাঠান' বয়কটের ডাক! KIFF-র মঞ্চ থেকে জবাব শাহরুখের

KIFF 2022, Pathaan, Shah Rukh Khan, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সময়ের থেকে একটু দেরি হলেও ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে হাজির হলেন শাহরুখ খান। প্রথমে বেশ খানিকক্ষণ মঞ্চে তাঁকে দেখা না গেলেও সঞ্চালিকা জুন মালিয়া আশ্বস্ত করেছিলেন যে বাদশা আসছেন। তিনি দিদির কথা রাখতে আসবেনই। কথা মতো এলেন শাহরুখ খান। নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে শাহরুখ পা রাখা মাত্র, হাততালিতে ফেটে পড়ল স্টেডিয়াম। শাহরুখকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানালেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তবে একে একে এসে মঞ্চে তাঁর সঙ্গে কথা বলতে যায় রুক্মিনী মৈত্র থেকে শুরু করে মিমি চক্রবর্তী। তবে ভাষণ দিতে উঠে সবাইকে চমকে দিলেন কিং খান।

আরও পড়ুন-KIFF 2022: পৌঁছতে দেরি! শাহরুখ-রানিকে ছাড়াই শুরু হল কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান

শাহরুখ প্রথমেই বলেন, ‘আমি দিদিকে কথা দিয়েছিলাম, যখনই কলকাতায় আসব, বাংলায় কথা বলার চেষ্টা করব। আজ আমি রানি মুখোপাধ্যায়কে আমার নিশানা করেছি। ওকে ফাঁসিয়ে আমি আমার বাংলা বক্তৃতা লিখিয়েছি। যদি ভালো বলি আমায় বাহবা দেবেন আর যদি ভুল বলি তাহলে এটা রানির ভুল’। এরপর তিনি বাংলায় বলেন, ‘প্রথমে কলকাতায় এসে খুব ভালো লাগছে। দিদি, দাদা, কলকাতার জামাইবাবু অমিতজি, জয়া আন্টিকে এই মঞ্চে আবার দেখে খুব ভালো লাগছে। অনেকদিন দেখা হয়নি তো। আর আমার প্রিয় সুন্দর রানিকে দেখে আমি খুব খুশি।’

এরপরেই শাহরুখ বলেন, ‘রাজ্যপাল থেকে শুরু করে মঞ্চে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কুমার শানু, অরিজিৎ সিং, শত্রঘ্ন সিনহাকে দেখেও ভালো লাগছে। আমি বেশ অনেক বছর উপস্থিত থাকতে পারিনি। তবে অনেক বছর পর আপনাদের দেখে ভালো লাগছে’। এরপরেই বাংলায় শাহরুখ বলেন, ‘সত্যি বলছি, আপনাদের সবাইকে দেখে সবচেয়ে খুশি ।’ বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে তিনি বলেছেন, ‘যাঁরা বাইরে থেকে এসেছেন তাঁদের কাছে আমার অঙ্গীকার, কলকাতায় আপনারা যে আতিথেয়তা পাবেন তা আজীবন মনে থাকবে।’

আরও পড়ুন- KIFF 2022: 'মেয়ের থেকে জামাইয়ের দর বেশি', ফেস্টিভ্যালের উদ্বোধনে 'অভিমান' জয়ার

এই মঞ্চ থেকেই সোশ্যাল মিডিয়ার বয়কট ট্রেন্ড প্রসঙ্গে সরব হলেন শাহরুখ, ‘ সমাজের সমষ্টিগত আখ্যান সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই উঠে আসে কিন্তু এই চিন্তাধারার উল্টোটাই ঘটছে বর্তমানে। সোশাল মিডিয়ার নেতিবাচক দিকগুলি সিনেমার ক্ষতি করছে। আমি মনে করি সিনেমার আরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সোশ্যাল মিডিয়া মাঝে মাঝেই কিছু নেতিবাচক মানসিকতার দ্বারা প্রভাবিত হয়ে থাকে। আমি কোথাও পড়েছি- নেতিবাচকতা সামাজিক মিডিয়ার কমারশিয়াল মূল্য বাড়ায়। সেই কারণেই সমষ্টিগত আখ্যান চাপা পড়ে যায় এবং সেটাকে ধ্বংসাত্মক করে তোলে। আমরা অনেকদিন দেখা করতে পারিনি। কিন্তু এখন পৃথিবীতে সব স্বাভাবিক হয়েছে। আমরা সবাই আনন্দিত। সারা পৃথিবী যাই করুক, আমি এবং তুমি ও আমার মতো যাঁরা পজিটিভ মানুষেরা রয়েছি, তাঁরাই বেঁচে আছি।’

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.