close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

পুলওয়ামা শহিদদের শ্রদ্ধা জানিয়ে শাহরুখ কি করলেন জানেন?

১৫ অগাস্টের আগেই এই কাজ করেন বলিউড বাদশা

Updated: Aug 14, 2019, 11:39 AM IST
পুলওয়ামা শহিদদের শ্রদ্ধা জানিয়ে শাহরুখ কি করলেন জানেন?

নিজস্ব প্রতিবেদন : ১৫ অগাস্টের আগেই পুলওয়ামা শহিদদের শ্রদ্ধা জানালেন শাহরুখ খান। শহিদদের শ্রদ্ধা জানাতে জন্য এবার গান গাইলেন শাহরুখ। পুলওয়ামা শহিদদের উপর শ্রদ্ধা জানিয়েই 'তু দেশ মেরা' গাইলেন বলিউড বাদশা। ৪ মিনিটের এই ভিডিওতে ভারতের সেনা জওয়ানদের উপর শ্রদ্ধা জানিয়ে গানের শ্যুট করেন শাহরুখ খান।

 আরও পড়ুন  : হাতে কোনও ছবি নেই! বলিউড থেকে বিদায় নিচ্ছেন শাহরুখ খান?

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

জানা যাচ্ছে, এর আগে অমিতাভ বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন পুলওয়ামায় শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানান। বলিউডের সেলেবদের মধ্যে শাহরুখ খান হলেন ৩ নম্বর অভিনেতা, যিনি সেনা জওয়ানদের উদ্দেশ্যে গান গেয়ে শ্রদ্ধা জানালেন।
সবে সবে মেলবোর্ন থেকে ফিরেছেন শাহরুখ খান। অস্ট্রেলিয়ায় চলচ্চিত্র উতসবে হাজির হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন শাহরুখ খান। যেখানে তিনি জানান, এই মুহূর্তে তাঁর হাতে কোনও সিনেমা নেই। 'জিরো'-র পর এখন তাঁর হাত ফাঁকাই রয়েছে। এই প্রথম তাঁর হাতে কোনও কাজ নেই বলেও স্পষ্ট জানিয়েছেন শাহরুখ। পাশাপাশি তাঁর আগামী জন্মদিনে নতুন কোনও সিনেমার কাজ শুরু হবে বলে যে গুঞ্জন শুরু হয়েছে, তাও সত্যি নয় বলে জানান শাহরুখ খান।