শাহরুখকে সুহানার আদুরে চুমু, ভাইরাল ছবি

 ইতিমধ্যেই সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছেন শাহরুখ সহ গোটা 'খান' দানের বার্সেলোনা সফরের ছবি।

Updated By: Jul 2, 2018, 05:01 PM IST
শাহরুখকে সুহানার আদুরে চুমু, ভাইরাল ছবি

নিজস্ব প্রতিবেদন : যতই ব্যস্ততা থাক মাঝে মধ্যেই স্ত্রী ও ছেলেমেয়েদের নিয়ে ছুটি কাটাতে যান শাহরুখ। সম্প্রতি, 'জিরো' শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন শাহরুখ। তারপর শনিবার আকাশ আম্বানি ও শ্লোক মেহেতার বাগদানের অনুষ্ঠানে যোগ দিতে হয়েছিল শাহরুখ ও তাঁর পরিবার। তারপর সেখান থেকেই গোটা পরিবারকে নিয়ে বার্সোলোনা উড়ে গেছেন শাহরুখ। ইতিমধ্যেই সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছেন শাহরুখ সহ গোটা 'খান' দানের বার্সেলোনা সফরের ছবি।

নিজের ইনস্টা অ্যাকাউন্টে ছবিগুলি শেয়ার করেছেন গৌরী খান। ক্যাপসানে লিখেছেন, ''est a woman can get... soaking the sun with my boys in Barcelona''

পাশাপাশি একটি ছবিতে সমুদ্রের সামনে দাঁড়িয়ে বাবা শাহরুখের গালে আদুরে চুম্বন করতে দেখা গেছে তাঁর মেয়ে সুহানাকে, আর সূর্যের আলো এসে পড়েছে তাঁদের মুখে। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ছবি। ছবিটিকে 'সান কিসড' ক্যাপশান দিয়েছেন শাহরুখ। এই ছবিতে বাবা-মেয়ে অপত্য স্নেহ-ই প্রকাশ পেয়েছে।

তবে এই প্রথম নয়, মাঝে মধ্যেই শাহরুখতে তাঁর পরিবার ও ছেলেমেয়েদের ছবি পোস্ট করতে দেখা যায়।

আরও পড়ুন-অঙ্কিত তিওয়ারির বাবাকে 'মারধর', অভিযুক্ত কাম্বলি দম্পতি

.