ফ্যান ছবিতে দেখা যাবে ১৭ বছরের শাহরুখকে

ছবির নাম যখন ফ্যান, আর অভিনয়ে যখন রয়েছেন বলিউড বাদশা, তখন ধরেই নেওয়া হয়েছিল কোনও তারকা চরিত্রেই থাকবেন তিনি। চমকটা রয়েছে এখানেই। তারকা নয়, এই ১৭ বছরের এক ফ্যানের চরিত্র অভিনয় করবেন শাহরুখ।

Updated By: Feb 27, 2015, 02:25 PM IST
ফ্যান ছবিতে দেখা যাবে ১৭ বছরের শাহরুখকে

ওয়েব ডেস্ক: ছবির নাম যখন ফ্যান, আর অভিনয়ে যখন রয়েছেন বলিউড বাদশা, তখন ধরেই নেওয়া হয়েছিল কোনও তারকা চরিত্রেই থাকবেন তিনি। চমকটা রয়েছে এখানেই। তারকা নয়, এই ১৭ বছরের এক ফ্যানের চরিত্র অভিনয় করবেন শাহরুখ।

এই টেলিভিশন শোয়ের সেটে শাহরুখ সাংবাদিকদের বলেন, এই ছবি একেবারেই অন্যরকম। আমি এই ছবিতে ১৭ বছরের এখ কিশোরের ভূমিকায় অভিনয় করছি। হয়তো প্রস্থেটিক মেক আপ বা ভিএফএক্সের সাহায্য নেবো আমি। ছবিতে শাহরুখের বিপরীতে রয়েছেন মডেল ওয়ালুশ ডি সোসা। শাহরুখ বলেন, হ্যাঁ, ছবিতে ওয়ালুশা রয়েছেন। এই ছবিতে বাণিজ্য, বয়সকে দূরে সরিয়ে রেখে মাথায় রাখা হয়েছে চরিত্র।

তবে ১৫ অগাস্ট মুক্তি পাচ্ছে না ফ্যান। ছবির মুক্তির দিন পিছনোর কথা বলা হলেও নতুন দিন এখনও ঘোষণা করা হয়নি।

 

.