শুধু বাংলা নয়, গোটা ভারতবর্ষের চিত্র সাংহাই: দিবাকর

মুক্তি পেতে চলেছে`সাংহাই`। সিনেমাটির ট্রেলার দেখে অনেকেই এ রাজ্যের সিঙ্গুর, নন্দীগ্রাম পরিস্থিতি বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতাকে লন্ডন বানানোর প্রতিশ্রুতির গন্ধ পাচ্ছেন। যদিও ছবির পরিচালক দিবাকর ব্যানার্জি এই যোগসুত্র অস্বীকার করেছেন।

Updated By: Apr 26, 2012, 12:43 PM IST

মুক্তি পেতে চলেছে`সাংহাই`। সিনেমাটির ট্রেলার দেখে অনেকেই এ রাজ্যের সিঙ্গুর, নন্দীগ্রাম পরিস্থিতি বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতাকে লন্ডন বানানোর প্রতিশ্রুতির গন্ধ পাচ্ছেন। যদিও ছবির পরিচালক দিবাকর ব্যানার্জি এই যোগসুত্র অস্বীকার করেছেন।
"কোনো বিশেষ ব্যাক্তি বা ঘটনা নিয়ে এই ছবি বানানো নয়। সিঙ্গুরের মতো অন্যান্য অনেক জায়গাতেই একই ঘটনা ঘটেছে। মহারাষ্ট্রের কোনো রাজনীতিবিদের মুখের কথাই হয়ত হুবহু মিলে যায় কোনো কাশ্মিরী রাজনীতিবিদের কথার সঙ্গে," বলেছেন দিবাকর।
দিবাকর এও বলছেন যে সিনেমাটি সামগ্রিকভাবে গোটা দেশের প্রেক্ষিতে উন্নয়ন ও উচ্ছেদের ইস্যুটিকে তুলে ধরতে চায়।
ট্রেলরে দেখা যায় এক মুখ্যমন্ত্রী বলছেন `আমি সাংহাইকে ভারতে নিয়ে আসব`। যা অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতাকে লন্ডন করার কথা মনে করিয়ে দেয়। আবার প্রসেনজিত চ্যাটার্জি অভিনীত রাজনৈতিক নেতার চরিত্রটি মানুষকে বোঝায় কেমনভাবে জমি অধিগ্রহণের মোকাবিলা করতে হবে।
অভয় দেওল, ইমরান হাশমী ও কল্কি কোয়েচলিন অভিনীত এই সিনেমাটি জুন মাসে রিলিজ করার কথা। কোস্তা গাভরাস পরিচালিত বিখ্যাত ফরাসী সিনেমা `জি`-এর অনুপ্রেরনায় বানানো হয়েছে এই ছবিটি।
"নামে সাংহাই থাকা সত্ত্বেও সিনেমার কোনও অংশই চিনে শ্যুট করা নয়। আসলে আমাদের মধ্যবিত্তদের একটা অংশের স্বপ্ন ভারত রাতারাতি চিন বা পশ্চিমী অর্থনীতির সঙ্গে পাল্লা দেবে, তাদের মত শহর বানাবে। সেই ধারণাকে সরাসরি প্রশ্ন করার জন্যই এই সিনেমাটা বানানো। আর সেজন্যই শ্যুট করা হয়েছে বাস্তব লোকেশনে, প্রচন্ড ভিড়, গরম ও মশার কামড়ের মধ্যে," জানিয়েছেন দিবাকর।

.