Shilpa-Raj: শিল্পা ও রাজের বিরুদ্ধে মানসিক ও যৌন নির্যাতনের অভিযোগ শার্লিনের

ফের আইনি জটিলতায় কুন্দ্রা দম্পতি

Updated By: Oct 16, 2021, 08:32 PM IST
Shilpa-Raj: শিল্পা ও রাজের বিরুদ্ধে মানসিক ও যৌন নির্যাতনের অভিযোগ শার্লিনের

নিজস্ব প্রতিবেদন: সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়ে না শিল্পা শেট্টি কুন্দ্রা (Shilpa Shetty Kundra) ও রাজ কুন্দ্রার (Raj Kundra)। পর্নোগ্রাফি মামলার (Pornography Case) পর ফের আইনি গেরোয় কুন্দ্রা দম্পতি। গত ১৪ অক্টোবর শিল্পার স্বামী রাজের বিরুদ্ধে জুহু থানায় এবার এফ.আই.আর (FIR) দায়ের করেছেন মডেল অভিনেতা শার্লিন চোপড়া (Sherlyn Chopra)। সেই এফআইআরে নাম রয়েছে শিল্পারও। তাঁদের বিরুদ্ধে মানসিক ও যৌন নির্যাতনের অভিযোগ করেছেন শার্লিন। সংবাদসংস্থা ANI-কে শার্লিন চোপড়া জানিয়েছেন, ‘আমি রাজ কুন্দ্রার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছি । তিনি আমার উপর যৌন নির্যাতন করেছেন, পাশাপাশি আমাকে ঠকিয়েছেন এবং হুমকিও দিয়েছেন।’

আরও পড়ুন: Nusrat Jahan: 'ধর্ম নিয়ে খেলা করছেন', পুজোর থালা হাতে ভিডিও, ট্রোলড নুসরত

কিছুদিন আগেই পর্নোগ্রাফি মামলায় রাজের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিলেন শার্লিন চোপড়া। এমনকি শার্লিনের পক্ষ না নেওয়ায় শিল্পার উপরও চটেছিলেন শার্লিন। রাজের নামে একটি এফআইআর করেছিলেন তিনি। যেখানে শার্লিনের দাবি ছিল রাজ কুন্দ্রা তাঁর সঙ্গে জোর করে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিল। নিজেকে বাঁচাতে সেই সময় নাকি বাথরুমে আশ্রয় নিতে হয় তাঁকে। সঙ্গে শার্লিনের দাবি ছিল, সেই সময় রাজ জানিয়েছিলেন শিল্পার সঙ্গে তাঁর সম্পর্ক ভালো নয়। শার্লিন দাবি করেছিলেন, তিনি চান যেই সমস্ত নিরীহ মেয়েকে দিয়ে জোর করে পর্ন ছবিতে অভিনয় করানো হয়েছে, তাঁরা ন্যায়বিচার পাক। দোষীর শাস্তি হোক।

আরও পড়ুন : 'আপনারা বিবাহিত না অবিবাহিত?' সিঁদুর খেলে প্রশ্নের মুখে Sohini, Raima, Tanushree

প্রসঙ্গত, জামিনে মুক্তি পাওয়ার কয়েক সপ্তাহ বাদেই নিজেদের আইনজীবী মারফত একটি যৌথ আইনি বিবৃতি দিয়েছেন শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা। যাতে বলা হয়েছে, ‘জনসমক্ষে আমাদের বিরুদ্ধে শার্লিন চোপড়া যা বলবেন তা মানহানি হিসেবেই ধরা হবে এবং সেটা করে আদালতের নির্দেশের অবমাননা করবেন। মন্তব্যের জন্যে শার্লিন চোপড়াকে আইনি জটিলতায় পড়তে হবে।’

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.