প্রিয়া ঢুকতেই বিগ বসে 'লাভ, সেক্স, ধোকা'র খেলা শুরু

জমবে জমবে করেও ঠিকমত জমছিল না বিগ বস নাইন-এর খেলা। শেষ অবধি বিশেষ সদস্য হিসেবে (ওয়াইল্ড কার্ড এন্ট্রি) বিগ বসে ঢুকে ঘর গরম করে দিলেন প্রিয়া মালিক। অস্ট্রেলিয়ায় শিক্ষকতার কাজ করা কমেডিয়ান ভারতীয় প্রিয়া মালিক বিগ বসে আসতেই ঘরের সদস্যদের আচরণে পরিবর্তন এসেছে। এর মধ্যেই আবার ঘরের ব্যাড বয়  ঋষভ বিগ বসের এক লাক্সারি বাজেট টাস্কে প্রিয়ার সঙ্গে অসভ্যতা করেন।

Updated By: Nov 24, 2015, 03:55 PM IST
প্রিয়া ঢুকতেই বিগ বসে 'লাভ, সেক্স, ধোকা'র খেলা শুরু

ওয়েব ডেস্ক: জমবে জমবে করেও ঠিকমত জমছিল না বিগ বস নাইন-এর খেলা। শেষ অবধি বিশেষ সদস্য হিসেবে (ওয়াইল্ড কার্ড এন্ট্রি) বিগ বসে ঢুকে ঘর গরম করে দিলেন প্রিয়া মালিক। অস্ট্রেলিয়ায় শিক্ষকতার কাজ করা কমেডিয়ান ভারতীয় প্রিয়া মালিক বিগ বসে আসতেই ঘরের সদস্যদের আচরণে পরিবর্তন এসেছে। এর মধ্যেই আবার ঘরের ব্যাড বয়  ঋষভ বিগ বসের এক লাক্সারি বাজেট টাস্কে প্রিয়ার সঙ্গে অসভ্যতা করেন।

এই টাস্কে অস্ট্রেলিয়ার বিগ ব্রাদারে খেলা প্রিয়ার হাতে চুমু খান ঋষভ। প্রিয়া অবশ্য পুরো বিষয়টা এড়িয়ে যান। সাধারণত ওয়াইল্ড কার্ড এন্ট্রিদের ঘরে ঢুকিয়ে খেলার বুনেট আরও জমাট হয়। প্রিয়া আসার পর অবশ্য বিগ বস নাইনে 'লাভ, সেক্স, ধোকা'র খেলা শুরু হয়ে গেল বলে।

.