শ্রীর মৃত্যুতে এবার বনি কাপুরকেই দুষলেন তাঁর কাকা
শ্রীদেবীর মৃত্যুতে এতদিন চুপই ছিল অভিনেত্রীর পরিবার। এনিয়ে তাঁর পরিবারের তরফে কোনও কথাই বলা হয়নি। এরই মাঝে বি-টাউনে কান পাতলে শোনা যাচ্ছে চেন্নাইয়ের বাংলো শ্রীদেবীর বোন শ্রীলথাকে লিখে দিয়ে তাঁর মুখ বন্ধ করিয়ে রেখেছেন বনি কাপুর। এসবের মাঝেই এবার শ্রীদেবীর মৃত্যু নিয়ে তাঁর স্বামী বনি কাপুরের দিকে আঙুল তুললেন অভিনেত্রীর কাকা বেণুগোপাল রেড্ডি।
নিজস্ব প্রতিবেদন: শ্রীদেবীর মৃত্যুতে এতদিন চুপই ছিল অভিনেত্রীর পরিবার। এনিয়ে তাঁর পরিবারের তরফে কোনও কথাই বলা হয়নি। এরই মাঝে বি-টাউনে কান পাতলে শোনা যাচ্ছে চেন্নাইয়ের বাংলো শ্রীদেবীর বোন শ্রীলথাকে লিখে দিয়ে তাঁর মুখ বন্ধ করিয়ে রেখেছেন বনি কাপুর। এসবের মাঝেই এবার শ্রীদেবীর মৃত্যু নিয়ে তাঁর স্বামী বনি কাপুরের দিকে আঙুল তুললেন অভিনেত্রীর কাকা বেণুগোপাল রেড্ডি।
শ্রীদেবীর মৃত্যু প্রসঙ্গে আই ড্রিম মিডিয়া নামে দক্ষিণী এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষৎকারে তাঁর কাকা বেণুগোপাল বলেন, ''শ্রীর মনের মধ্যে অনেক কষ্ট ছিল। আমি যতদূর জানি, শেষ কিছু সিনেমার প্রযোজনা করে প্রচুর আর্থিক ক্ষতি হয়েছিল বনি কাপুরের। সেই ক্ষতি পূরণ করতেই বনি শ্রীদেবীর সম্পত্তিও বিক্রি করে দিতে দিয়েছিলেন। শ্রীর মনের মধ্যে অনেক কষ্ট ছিল, তবুও এসব প্রকাশ্যে না আনার জন্যই ও সব সময় হাসি মুখে থাকত। বনি এমন সিনেমাতেও টাকা ঢেলেছেন যেটা মুক্তিই পাইনি। তাতে প্রচুর ক্ষতি হয়েছিল। সেসব সামলাতে শ্রী নিজেই তার সম্পত্তি বিক্রি করেছিল। আর সেই আর্থিক ক্ষতি সামাল দিতেই ফের ফের অভিনয় জগতে ফিরে আসতে হয়েছিল শ্রীকে। ''
শ্রীদেবী যে নিজেকে সুন্দর রাখতে বহুবার প্লাস্টিক সার্জারি করিয়েছিলেন সেকথাও মেনে নেন তাঁর কাকা বেণুগোপাল রেড্ডি। পাশাপাশি এদিন সম্পত্তি নিয়ে শ্রীদেবী ও তাঁর বোন শ্রীলথার দীর্ঘদিনের লড়াইয়ের কথাও জানান তিনি। বলেন, এই সম্পত্তি নিয়েই দীর্ঘদিন দুই বোনের মধ্যে কথা বন্ধ ছিল।
রেড্ডি আরও জানান, '' শ্রীর মা কোনওদিনই চাননি যে তাঁর মেয়ে বনি কাপুরকে বিয়ে করুক। যেকারণে বহুবার তাঁর বাড়িতে এলে তিনি বনি কাপুরের সঙ্গে ঠিকভাবে কথা পর্যন্ত বলতেন না। কিন্তু ঘটনাচক্রে শ্রীদেবী সেই বনি কাপুরকেই বিয়ে করল। এরপর বিয়ের পর তাঁর সৎ ছেলে অর্জুন কাপুরের মানভঞ্জন করতে অনেক কাঠখড় পোহাতে হয়েছিল শ্রীকে। এমনকি এনিয়ে কিছু আত্মীয় স্বজনদের কাছেও তাঁকে অনেক অপমান সহ্য করতে হয়। সেসময় তাঁর দুই সন্তান জাহ্নবী ও খুশির ভবিষ্যৎ নিয়েও ও উদ্বিগ্ন ছিল। ''