SS Rajamouli: ভূমিকম্পে কেঁপে উঠল বহুতল! অল্পের জন্য প্রাণে বাঁচলেন রাজামৌলি...

SS Rajamouli Experienced Earthquak:পরিচালক এসএস রাজামৌলি , তাঁর ছেলে কার্তিকেয় এবং প্রযোজক শোবু ইয়ারলাগড্ডা ২০২২ সালের অস্কারজয়ী ছবি আরআরআর-এর একটি বিশেষ স্ক্রিনিংয়ের জন্য জাপানে গিয়েছিলেন। সেখানেই এক নতুন অভিজ্ঞতার শিকার হন তাঁরা।

Updated By: Mar 21, 2024, 04:15 PM IST
SS Rajamouli: ভূমিকম্পে কেঁপে উঠল বহুতল! অল্পের জন্য প্রাণে বাঁচলেন রাজামৌলি...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পরিচালক এসএস রাজামৌলি , তাঁর ছেলে কার্তিকেয় এবং প্রযোজক শোবু ইয়ারলাগড্ডা ২০২২ সালের অস্কারজয়ী ছবি আরআরআর (RRR)-এর একটি বিশেষ স্ক্রিনিংয়ের জন্য জাপানে গিয়েছিলেন। যদিও তাঁদের এই জাপান ট্রিপটি ভক্তদের সঙ্গে দেখা করা এবং মহেশ বাবুর সঙ্গে তাঁদের আসন্ন ছবি সম্পর্কে আলোচনা করার জন্যই ছিল। তবে সেখানে থাকাকালীন তিনজনের একটি ভীতিকর অভিজ্ঞতা হয়েছে, এমনটাই জানালেন রাজামৌলির ছেলে কার্তিকেয়। 

আরও পড়ুন: Abar Awronne Din Ratri: এবার সময় বন্ধুত্বের! গল্প শোনাবে 'আবার অরণ্যে দিন রাত্রি'...
কার্তিকেয় তাঁর ঘড়ির একটি ছবি শেয়ার করছেন তাঁর এক্স অ্যাকাউন্টে। ছবিতে ভূমিকম্পের জন্য একটি জরুরি সতর্কতা দেখানো হয়েছে। তিনি লিখেছেন, 'এইমাত্র জাপানে একটি ভয়ঙ্কর ভূমিকম্প অনুভূত হয়েছে, ২৮ তম তলায় ছিলাম এবং ধীরে ধীরে মাটি নড়তে শুরু করে এবং আমাদের বুঝতে কিছু সময় লেগেছিল এটি একটি ভূমিকম্প। আমি শুধু আতঙ্কিত হয়েছিলাম কিন্তু আশেপাশের সমস্ত জাপানিরা নড়ে পর্যন্ত নি, যেন বৃষ্টি শুরু হয়েছে। অবশেষে একটি ভূমিকম্পের অভিজ্ঞতাও হল।' তিনি পোস্টে রাজামৌলি এবং শোবুকে ট্যাগও করেছেন।

অসংখ্য ভক্ত তার পোস্টের অধীনে মন্তব্য করে লিখেছেন, স্বস্তি পেলাম যে এই ত্রয়ী নিরাপদ ছিল। 'তুমি নিরাপদ জেনে খুশি হলাম! প্রবল ঝাঁকুনি দেখে আপনি নিশ্চয়ই অবাক হয়েছেন। ভূমিকম্প চলতে পারে, তাই সতর্ক থাকুন। উপভোগকর আপনাদের থাকা', একজন ভক্ত লিখেছেন। অন্য একজন মন্তব্য করেছেন, 'এটি একটি বড় ভূমিকম্প ছিল! আমি চিন্তিত ছিলাম যদি আপনারা সবাই ভয় পান...(বিল্ডিংগুলির উপরের তলাগুলিকে কম্পন থেকে বাঁচার জন্য ডিজাইন করা হয়েছে, এবং তারা মাটির স্তরের চেয়ে বেশি দোল খায়) ভাগ্যক্রমে, এটি একটি বিপজ্জনক ভূমিকম্প বলে মনে হয়নি। নিশ্চিন্ত থাকুন এবং আপনার দিনটি উপভোগ করুন।'

আরও পড়ুন: Mousumi Chatterjee on Jaya Bachchan: 'আমি জয়া বচ্চনের থেকে ভালো মানুষ' পাপারাৎজিদের বললেন মৌসুমী চট্টোপাধ্যায়...
সোমবার, RRR- এর বিশেষ স্ক্রিনিংয়ের পরে , রাজামৌলি তাঁর নিজের এবং তাঁর স্ত্রী রামার, ৮৩ বছর বয়সী একজন ভক্তকে জড়িয়ে ধরার ছবি শেয়ার করেছেন। তিনি লিখেছেন, 'জাপানে, তাঁরা অরিগামি ক্রেন তৈরি করে এবং সৌভাগ্য ও স্বাস্থ্যের জন্য তাদের প্রিয়জনকে উপহার দেয়। এই ৮৩ বছর বয়সী মহিলা আমাদের আশীর্বাদ করার জন্য ১০০০ টি তৈরি করেছেন কারণ RRR তাকে খুশি করেছে। সে এইমাত্র উপহার পাঠিয়েছে এবং বাইরে ঠান্ডায় অপেক্ষা করছিলেম। কিছু অঙ্গভঙ্গি কখনই শোধ করা যায় না। শুধু কৃতজ্ঞ থাকতে পারি।' 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

.