Suhana Khan Break Up: শাহরুখের পরিবারে ব্রেকআপ! সুহানার মন ভাঙল কে?

Suhana Khan | Agastya Nanda: শাহরুখ ও বচ্চন পরিবারের অনুরাগীরা ধরেই নিয়েছিলেন, বচ্চন আর খানরা বুঝি এবার পারিবারিক বন্ধনে আবদ্ধ হবেন সুহানা ও অগস্ত্যর মাধ্যমে। কিন্তু সেই আশায় জল ঢেলে দিলেন লাভবার্ডস! 

Updated By: Dec 26, 2024, 08:51 PM IST
Suhana Khan Break Up: শাহরুখের পরিবারে ব্রেকআপ! সুহানার মন ভাঙল কে?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একই সঙ্গে ডেবিউ করেছিলেন শাহরুখ খানের (Shah Rukh Khan) মেয়ে সুহানা খান (Suhana Khan) ও অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) নাতি তথা শ্বেতা বচ্চন নন্দার ছেলে অগস্ত্য নন্দা (Agastya Nanda)। জোয়া আখতারের (Zoya Akhtar) 'দ্য আর্চিস' (The Archies) ছবির সেট থেকে প্রেমের সূত্রপাত দুজনের। কয়েকমাস আগে শাহরুখ খানের অসুস্থতার সময় সর্বদা সুহানার পাশে দেখা যায় অগস্ত্যকে। কিন্তু শোনা যাচ্ছে, সেই প্রেমে চিড় ধরেছে। 

আরও পড়ুন- Khadaan Box Office Collection: বক্সঅফিসের 'বাপ' দেব, বড়দিনে রেকর্ড ব্যবসা! ৬ দিনে কত আয় করল 'খাদান'?

শাহরুখ ও বচ্চন পরিবারের অনুরাগীরা ধরেই নিয়েছিলেন, বচ্চন আর খানরা বুঝি এবার পারিবারিক বন্ধনে আবদ্ধ হবেন সুহানা ও অগস্ত্যর মাধ্যমে। কিন্তু সেই আশায় জল ঢেলে দিলেন লাভবার্ডস! সবাইকে অবাক করে এই ক্রিসমাসে সুহানা ও অগস্ত্য  দুজনে দু'জায়গাতে পার্টি করেন। ক্রিসমাস পার্টির আয়োজন করেছিলেন জোয়া আখতার। সেখানে ভাবনা পাণ্ডে, ফারহান আখতার, তার স্ত্রী শিবানী দান্ডেকর, জাভেদ আখতার, মাহিপ কাপুর, শাহিদ কাপুর, ঈশান খাট্টরের মতো তারকারা হাজির হয়েছিলেন আর সেই পার্টিতে একাই গিয়েছিলেন সুহানা। অন্যদিকে অমিতাভের নাতি অগস্ত্য আবার গিয়েছিলেন কাপুরদের বড়দিনের পার্টিতে।

আলাদা আলাদা পার্টিতে অগস্ত্য-সুহানার সেলিব্রেশন দেখেই অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে তাদের প্রেম ভাঙার জল্পনা। এর পেছনে আরও কিছু কারণ রয়েছে। যেমন কিছুদিন আগে সলমান খানের বাড়ির একট পার্টিতেও আলাদা আলাদা আসেন এই দুই স্টারকিড। সলমান খানের ছোট ভাই সোহেল খানের ছেলে নির্বাণের জন্মদিনে এসেছিলেন সুহানা-অগস্ত্য দুজনেই, তবে একসঙ্গে সামনে আসেননি। সেই থেকে জল্পনা, সম্পর্ক গভীর হওয়ার আগেই কি তা ভাঙতে শুরু করেছে?

আরও পড়ুন- Oscars 2025: অস্কারের দৌড়ে বাঙালি পরিচালকের ছবি 'দ্য জেব্রাজ', মুখ্য চরিত্রে প্রিয়াঙ্কা সরকার...

প্রসঙ্গত, দ্য আর্চিস থেকে তাঁরা একে অপরের প্রেমে পড়লেও, তাঁদের সম্পর্ক চর্চায় আসে বিশেষ করে যখন জয়া বচ্চনের জন্মদিনে ঘরোয়া অনুষ্ঠানে দেখা যায় সুহানাকে। শুধু তাই নয়, একবার অগস্ত্য, তার মা শ্বেতা নন্দা ও সুহানা গিয়েছিলেন কফি ডেটে। সেই ছবিও ভাইরাল হওয়ার পরই প্রেম গুঞ্জন তুঙ্গে ওঠে। কিছু মাস আগে আইপিএলের সেমিফাইনালে খান পরিবারের সঙ্গে আহমেদাবাদে গিয়েছিলেন তিনি কারণ তারপরের দিনই ছিল সুহানার জন্মদিন। এমনকী শাহরুখ যখন হাসপাতালে ছিলেন, তখন সুহানার পাশে পাশেই ছিলেন অগস্ত্য। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.