Stage Show: জোর করে মঞ্চেই মহিলা শিল্পীদের নগ্ন করার চেষ্টা, বাধা দেওয়ায় বেধড়ক মার...

Bengal Stage Performer's Guide: পিংলায় গিয়ে এক ভয়ানক ঘটনার সম্মুখীন হলেন একদল মহিলা নৃত্যশিল্পী। সেখানেই মঞ্চে চড়াও হয় একদন মদ্যপ। মহিলাদের জোর করে কাপড় খোলানোর চেষ্টা করে তাঁরা। রাজি না হওয়ায় বেধড়ক মারধর করা হয় তাঁদের। 

Updated By: Apr 8, 2024, 08:50 PM IST
Stage Show: জোর করে মঞ্চেই মহিলা শিল্পীদের নগ্ন করার চেষ্টা, বাধা দেওয়ায় বেধড়ক মার...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গ্রামে গঞ্জে প্রায়ই শো করতে যান কলকাতার শিল্পীরা। সেখানে সাধারণ শিল্পী থেকে শুরু করে থাকেন তারকারাও। এবার পিংলার বড়িশা নামক একটি জায়গায় ৮ জন শিল্পীকে নিয়ে একটি নাচের অনুষ্ঠান করতে যান রাজু নামক এক ব্যক্তি। সেখানেই এক ভয়ংকর ঘটনা ঘটে গেল। সম্প্রতি বেঙ্গল স্টেজ পারফর্মারস গাইডের তরফ থেকে এই সংগঠনের রাজ্য সভাপতি অভিনেতা সুমিত গঙ্গোপাধ্যায় লাইভে আসেন এবং সেখানেই তিনি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান। 

আরও পড়ুন- Sohini-Shovan: প্রেমে মশগুল শোভন-সোহিনী, শীঘ্রই বিয়ের পিঁড়িতে?

গত ২ এপ্রিল এই নাচের দল পিংলা থানার অন্তর্গত বড়িশা গ্রামে শো করতে গিয়েছিল। সেখানে নাচের সময় আয়োজকদের কেউ কেউ মদ্যপান করে সেই নাচের দলের মেয়েদের জামা কাপড় খুলে নাচার জন্য বাধ্য করে। তাঁদের নির্দেশ দেয় যে জামা কাপড় খুলেই নাচতে হবে। তাঁদের কথা না শোনায় মঞ্চে মেয়েদের বেধড়ক মারধর করে। প্রায় আড়াই ঘণ্টা অনুষ্ঠানের পর আচমকাই মঞ্চে মহিলাদের উপর ঝাঁপিয়ে পড়ে মদ্যপ কিছু ব্যক্তি।

রাজুর দাবি, এক মহিলা শিল্পীর গলায় পা তুলে দেওয়া হয়, একজনকে চেয়ারের পায়া দিয়ে মারধর করে। এমনকী তাঁদের জ্বালিয়ে মেরে দেওয়ারও হুমকি দেওয়া হয় ক্রমাগত। আলো বন্ধ করে ২০ মিনিট ভয়ানক অত্যাচার চালানো হয়। এই ঘটনায় জখম সকলেই। কারোর হাত ভেঙেছে, কারোর পা ভেঙেছে, কারোর আবার মাথা ফেটেছে। 

এরপর কিছু মানুষের সহযোগিতায় তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। তাঁদের নিয়ে গিয়ে অভিযোগ জানালে স্রেফ ডায়েরি করা ছেড়ে দেওয়া হয়। বিশেষ কোনও ব্যবস্থা নেওয়া হয় না। সেদিনের কথা জানিয়ে সুমিত গঙ্গোপাধ্যায় এদিন লাইভে বলেন, 'এই ঘটনার ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। অভিযুক্তদের থানায় নিয়ে যাওয়া হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। জিডি নিয়ে তাদের পাঠিয়ে দেয়।' 

পরেরদিন সুমিত গঙ্গোপাধ্য়ায়ের হস্তক্ষেপে ওসি ওই নাচের টিমকে ডেকে পাঠিয়ে, তাঁদের সঙ্গে কথা বলে এফআইআর দায়ের করেন ও গ্রামে গিয়ে খোঁজ নিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করেন। কারণ যারা এই কাজে যুক্ত ছিল, তারা সবাই পলাতক। তার পরেরদিন আবারও গ্রামে রেইড করে আরেকজনকে গ্রেফতার করা হয়। জানা যায় যে এই ঘটনার পর প্রায় পুরো গ্রামই ফাঁকা হয়ে গেছে। পুলিস তদন্ত জারি রেখেছে। 

আরও পড়ুন- Shiboprosad Mukherjee Health Update: 'বহুরূপী'র সেটে দুর্ঘটনা, ৩দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন শিবপ্রসাদ...

লাইভে এসে তিনি সেইদিনের একটি ভিডিয়ো দেখান। সুমিত বলেন, 'ওখানে যা ঘটেছে তাতে কারও মৃত্যু হতে পারত। অনেকেই হাতে, পায়ে, বুকে চোট পেয়েছে। আমরা এর প্রতিবাদ করছি।' তাঁরা এই ঘটনার প্রতিবাদ করেছেন। তিনি জানান যে অনেক শিল্পীই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ইতোমধ্যেই এই ভিডিয়ো কয়েক লক্ষ মানুষ দেখেছেন, শেয়ার হয়েছে কয়েক হাজার। 

এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন সংগীত শিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে 'সুমিতদা তুমি এটার শেষ দেখে ছেড়ো। তোমার সঙ্গে সবাই আছে। কতটা ঘা খেয়েছে ওরা, এটা বোঝা সম্ভব নয়। কিন্তু একটু ভাবুন। শিল্পীদের মনের জোর যেন নষ্ট না হয়।' 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.