close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

গোটা গায়ে মাখা কেক, যমজ পুত্রের জন্মদিনের ভিডিও পোস্ট সানির

 নিশা, আশের ও নোয়ার আরও বেশকিছু ছবি দিয়ে একটি ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সানি।

Updated: Feb 11, 2019, 05:59 PM IST
গোটা গায়ে মাখা কেক, যমজ পুত্রের জন্মদিনের ভিডিও পোস্ট সানির

নিজস্ব প্রতিবেদন: যমজ দুই ছেলে আশের ও নোয়া সিং ওয়েবারকে কোলে নিয়ে রয়েছেন সানি। আশের ও নোয়া দুজনেরই গোটা গায়ে মাখা কেকের নীল ক্রিম। সানির পিছনে দাঁড়িয়ে থাকা ড্যানিয়েল কে দেখা যাচ্ছে তাঁদের মেয়ে নিশা কৌর ওয়েবারকে কোলে নিয়ে থাকতে। পাশাপাশি নিশা, আশের ও নোয়ার আরও বেশকিছু ছবি দিয়ে একটি ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সানি।

কিছুদিন আগেই আশের ও নোয়া ১১ মাসে পা দেওয়ার পর তাঁদের দুজনের সঙ্গে নিশার একটি ছবি পোস্ট করেছিলেন সানি। এবার যমজ দুই পুত্র সন্তানের ১বছরের জন্মদিনের সেলিব্রেশনের ছবি দিয়ে ভিডিও বানিয়ে পোস্ট করলেন অভিনেত্রী। 

আরও পড়ুন-বৈঠকখানা থেকে স্নানঘর, নিজের বাড়ির অন্দরমহলের ছবি পোস্ট করলেন ক্যাটরিনা

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

ভিডিওতে দেখা যাচ্ছে সানি তাঁর দুই ছেলে আশের ও নোয়ার সামনে রাখা দুটি নীল কেক। তাতে তাঁদের নাম লেখা রয়েছে। সেই কেক দুটি দেখে অবাক বিস্ময়ে তাকিয়ে রয়েছে ছোট্ট আশের ও নোয়া। সেগুলি যে আদপে কী তা বোঝায় ক্ষমতা ওই দুই খুদের নেই। তাঁদের সঙ্গে বসে রয়েছে দিদি নিশা। দুই ভায়ের জন্মদিনের কেক দেখে তার চোখে মুখে উচ্ছ্বাস ধরা পড়েছে। তারপর ওই দুটি কেককে খেলার জিনিস ভেবেই তা গোটা গায়ে মেখেছে সানির দুই পুত্র। দেখুন কী কী ঘটেছে আশের ও নোয়া সিং ওয়েবারের জন্মদিন সেলিব্রেশনের সেই ভিডিও।

আরও পড়ুন-সরস্বতী পুজোতে ফুচকার আড্ডায় মাতলেন প্রসেনজিৎ-ঘরণী অর্পিতা, দেখুন ছবি ও ভিডিও

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

ক্যাপশানে সানি লিওন লিখেছেন, ''গত একবছর আমার জীবন আশের ও নোয়ার সঙ্গে অসাধারণভাবে কেটেছে। আর নিশা হল তাদের প্রিয় বড় দিদি। এরাই প্রতিদিন সকালে আমার জীবনে আলো এনে দেয়। এভাবেই তোমাদের দেখে প্রতিদিন সকালে যেন আমার ঘুম ভাঙে। তোমাদের (আশের,নোয়া ও নিশা) হাসি-কান্না, আদর, চুমু, জড়িয়ে ধরার মধ্যে দিয়েই যেন আমার জীবন কাটে। তোমাদের দুজনের জন্যই রইল জন্মদিনের অনেক শুভেচ্ছা। আমার জীবনের মন্ত্র হল আমি এভাবেই আমার জীবনের প্রতিটি মুহূর্ত আমার পরিবারের সঙ্গে কাটাতে চাই।''

আরও পড়ুন-মেয়ে সৌন্দর্যের দ্বিতীয় বিয়ের অনুষ্ঠানে জমিয়ে নাচলেন রজনীকান্ত

তবে গোটা ভিডিওটি দেখে স্পষ্ট ঘরোয়া ভাবেই দুই ছেলের জন্মদিন সেলিব্রেট করেছেন সানি। এর আগে মেয়ে নিশা কৌর ওয়েবারের জন্মদিন সেলিব্রেট করতেও দেখা গিয়েছিল সানিকে। মার্কিন যুক্তরাষ্ট্রের সমুদ্র সৈকতে বেড়াতে যেতে দেখা গিয়েছিল সানি ও ড্যানিয়েলকে। 

আরও পড়ুন-রজনীকান্তের মেয়ে সৌন্দর্যের বিয়ের অনুষ্ঠান, দেখুন সমস্ত ছবি